ঝলমলে আলো, ক্যামেরার ফ্ল্যাশ আর সাফল্যের গল্পে মোড়া বিনোদন দুনিয়া বাইরে থেকে যতটা আকর্ষণীয়, তার আড়ালে লুকিয়ে থাকে ততটাই নির্মম বাস্তব। কাজের সুযোগের বিনিময়ে কুপ্রস্তাব— এই শব্দবন্ধ বহুদিন ধরেই ঘুরে বেড়ায় ইন্ডাস্ট্রির অন্দরে। অনেক শিল্পী নীরবে সহ্য করেন, কেউ কেউ আবার সাহস করে মুখ খোলেন। সেই সাহসী কণ্ঠগুলির মধ্যেই এবার উঠে এল কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা বসুর নাম।
ছোট পর্দা হোক বা বড় পর্দা— অঞ্জনা বসু মানেই ব্যক্তিত্বময়ী, দৃঢ়চেতা এক নারীর প্রতিচ্ছবি। দাপুটে শাশুড়ি হোক বা গম্ভীর কোনও চরিত্র, তাঁর অভিনয়ে সবসময়ই একটা আলাদা ছাপ থাকে। টালিউডে দীর্ঘদিনের কেরিয়ারে তিনি নিজেকে বারবার প্রমাণ করেছেন। পর্দার বাইরে তাঁর ব্যক্তিত্বও ঠিক তেমনই স্পষ্টভাষী ও আত্মমর্যাদাসম্পন্ন।
কোনও গডফাদার ছাড়া, নিজের যোগ্যতা আর পরিশ্রমকে সঙ্গী করেই অভিনয় জগতে নিজের জায়গা তৈরি করেছেন অঞ্জনা বসু। তাই তাঁর জীবনের অভিজ্ঞতাগুলিও অন্যদের থেকে আলাদা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এমন এক অভিজ্ঞতার কথা সামনে আনলেন, যা অনেকদিন ধরে চাপা পড়ে ছিল।
অঞ্জনা জানান, ‘রামকৃষ্ণ ও সারদা’ ধারাবাহিকে কাজ পাকা হওয়ার পর এক্সিকিউটিভ প্রযোজকের কাছ থেকে ফোন পান তিনি। সাফ জানিয়ে দেওয়া হয়— তাঁর সঙ্গে রাত না কাটালে ধারাবাহিক থেকে বাদ পড়তে হবে। অভিনেত্রী কোনও রাখঢাক না করেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তবে সেই মুহূর্তে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। ফোন রাখার পর ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিলেন, এমনকি ভয়ে গ্রিনরুমের দরজাও বন্ধ করে রাখতেন।
আরও পড়ুনঃ নতুন বছরের শুরুতেই টিআরপির শীর্ষে যুগলবন্দি ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ আর ‘পরশুরাম’-এর! সারা পাঁচে স্টার জলসার আধিপত্য! দৌড়ে পিছিয়ে ‘পরিণীতা’, চাপ বাড়ছে জি বাংলার! এবারও দাগ কাটতে ব্যর্থ ‘চিরদিনই’!
কিন্তু সেই ভয় তাঁকে থামাতে পারেনি। বরং নিজের দক্ষতার ওপর আরও বেশি ভরসা রাখতে শিখিয়েছে। অঞ্জনা জানান, ওই প্রযোজকের কোনও কাজ তিনি করেননি। বরং প্রমাণ করতে চেয়েছিলেন— কারও সঙ্গে আপস না করেও টালিউডে কাজ করা যায়। সেই মানুষটির একটি বিজ্ঞাপনে তিনি দ্বিগুণ পারিশ্রমিকে কাজ করেন। এমনকি সেই পারিশ্রমিক শরীরের উপর বিছিয়ে ঘুমিয়েছিলেন, সেই দুঃসহ স্মৃতি ভুলে থাকার জন্য। এখানেই শেষ নয়— আরও এক নামী পরিচালকের কাছ থেকেও এমন কুপ্রস্তাব পেয়েছিলেন বলে জানান অভিনেত্রী। তবু আপস নয়, আত্মসম্মানই তাঁর জীবনের শেষ কথা।






