বিনোদন জগতে এমন বহু শিল্পীর গল্প রয়েছে, যাঁরা বাংলার ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ধীরে ধীরে পা রেখেছেন মুম্বইয়ের ঝলমলে দুনিয়ায়। ভাষা বদলেছে, কাজের ধরণ বদলেছে, কিন্তু লড়াইটা রয়ে গেছে একই রকম। টলিউড ছেড়ে বলিউডে নিজের জায়গা তৈরি করা সহজ নয়, তবুও সেই স্বপ্ন নিয়েই বহু অভিনেতা-অভিনেত্রী পাড়ি দেন বাণিজ্যের শহরে। সেই তালিকায় এবার যুক্ত হল ছোটপর্দার পরিচিত মুখ শ্রেষ্ঠা প্রামাণিকের নাম।
বাংলা টেলিভিশনের দর্শকদের কাছে শ্রেষ্ঠা প্রামাণিক নতুন নাম নন। অভিনয় কেরিয়ার শুরু করেছিলেন টলিউডেই। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’-এ তাঁকে শেষ দেখা গিয়েছিল নেতিবাচক চরিত্রে। খুব অল্প সময়ের উপস্থিতি হলেও সেই চরিত্রে তাঁর অভিনয় দর্শকের নজর কেড়েছিল। তার আগেও একাধিক ধারাবাহিকে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখেছেন শ্রেষ্ঠা।
‘বাদল শেষের পাখি’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে শ্রেষ্ঠাকে দেখা গিয়েছিল, যেখানে তাঁর বিপরীতে ছিলেন অভিনেতা সুস্মিত মুখোপাধ্যায়। এছাড়াও আকাশ আটের ‘মেয়েদের ব্রতকথা’ ধারাবাহিকেও অভিনয় করেছেন তিনি। ধারাবাহিকের পর ধারাবাহিকে কাজ করে ধীরে ধীরে নিজের জায়গা পোক্ত করেছিলেন শ্রেষ্ঠা, তবে তাঁর লক্ষ্য ছিল আরও বড়।
মুম্বইয়ে শুটিং চলাকালীনই জীবনের বড় ধাক্কার মুখোমুখি হতে হয় অভিনেত্রীকে। আচমকাই ধরা পড়ে গলার টিউমার, যার জন্য অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক দিক থেকেও ভেঙে পড়েছিলেন শ্রেষ্ঠা। তবুও হাল ছাড়েননি। কলকাতায় থাকাকালীন সময়েও অনলাইনের মাধ্যমে নিয়মিত অডিশন পাঠাতেন মুম্বইয়ের বিভিন্ন প্রোডাকশন হাউসে।
আরও পড়ুনঃ “শ্বশুর বাড়িতে প্রথম দিকে ন্যায্য সম্মান পাইনি, কাজেও প্রডিউসার-ডিরেক্টরের প্রলোভনের পাত্রী হতে পারিনি, তাই হিরোইন নই” জীবনের টানাপোড়েনের ফাঁস করলেন অভিনেত্রী রিতু রায়! ঠিক কী কী অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন তিনি?
সব ঝড়ঝাপটা কাটিয়ে অবশেষে নিজের স্বপ্নের দিকে এক ধাপে ধাপে এগিয়ে চলেছেন অভিনেত্রী শ্রেষ্ঠা। হিন্দি টেলিভিশনে ডেবিউ করেছিলেন সান নিও চ্যানেলের সদ্য শুরু হওয়া মেগা ধারাবাহিক ‘দিব্য প্রেম’-এর মাধ্যমে। অভিনেত্রীর কথায়, একটা সময় তিনি একেবারেই ভেঙে পড়েছিলেন, কিন্তু ধীরে ধীরে আবার নিজেকে গুছিয়ে নিয়ে এগিয়ে চলেছেন। টলিউড থেকে বলিউড—শ্রেষ্ঠা প্রামাণিকের এই লড়াই আজ অনেকের কাছেই অনুপ্রেরণা।






