টেলিভিশনের পর্দায় এমন কিছু জুটি থাকে, যাদের নাম শুনলেই দর্শকের মনে নস্টালজিয়ার ঢেউ ওঠে। ঠিক তেমনই একটি জনপ্রিয় জুটি হল রানী-দুর্জয়। স্টার জলসার ‘তোমাদের রানী’ ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় এই জুটির জন্ম, যেখানে অভিনেতা অর্কপ্রভ রায় ও অভিনেত্রী অভিকা মালাকার প্রথমবার একসঙ্গে দর্শকের সামনে আসেন। একেবারে নতুন মুখ হওয়া সত্ত্বেও তাঁদের রসায়ন এতটাই স্বতঃস্ফূর্ত ছিল যে অল্প সময়ের মধ্যেই দর্শকের মন জয় করে নেয় এই জুটি।
‘তোমাদের রানী’ ধারাবাহিকেই প্রথম বাজিমাত করেন অর্কপ্রভ ও অভিকা। দুর্জয় ও রানীর গল্পে প্রেম, আবেগ আর সম্পর্কের টানাপোড়েন দর্শককে গভীরভাবে ছুঁয়ে যায়। বিশেষ করে দুর্জয় চরিত্রটি রাতারাতি বহু দর্শকের ক্রাশ হয়ে ওঠে। অন্যদিকে রানীর চরিত্রে অভিকার সাবলীল অভিনয় তাঁকে নবাগতা হয়েও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। এই ধারাবাহিকের সাফল্যই তাঁদের কেরিয়ারের শক্ত ভিত তৈরি করে।
এই জনপ্রিয়তার প্রভাব এতটাই ছিল যে রানী-দুর্জয়কে ঘিরে একের পর এক ফ্যান পেজ তৈরি হয় সোশ্যাল মিডিয়ায়। আজও সেই পেজগুলিতে ধারাবাহিকের নানা মুহূর্তের ভিডিও ও ছবি শেয়ার করা হয়। ধারাবাহিক শেষ হয়ে গেলেও দর্শকের মনে এই জুটির জায়গা আলাদা থেকেই গেছে। পরবর্তীকালে অর্কপ্রভ অভিনয় করেন ‘দুই শালিক’- এ এবং বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘কম্পাস’-এ।
অন্যদিকে অভিকা মালাকার পা রাখেন হিন্দি টেলিভিশনের জগতে। ‘তোমাদের রানী’-র হিন্দি সংস্করণ স্টার প্লাসে শুরু হলে সেখানেও রানী চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। খুব শিগগিরই তাঁকে দেখা যাবে রাজ চক্রবর্তীর নতুন ছবি ‘হোক কলরব’-এ। সম্প্রতি আবার আলোচনায় এসেছে এই জুটি, কারণ তাঁদের দেখা গিয়েছে ‘ওকে জানু’ ছবির একটি গানে একসঙ্গে রিল বানাতে।
আরও পড়ুনঃ উত্তম কুমারের মৃ’ত্যুতে পাথর প্রায় সুচিত্রা সেনের, অস্ফুটে মুখ দিয়ে বেরিয়েছিল মাত্র কয়েকটা শব্দ! মহানায়কের শেষ যাত্রায় কী বলেছিলেন তিনি? প্রিয় বন্ধুকে ঘিরে কোন আক্ষেপ সারা জীবন তাড়া করে বেড়িয়েছিল মহানায়িকাকে?
তবে এই রিল কোনও নতুন ধারাবাহিক বা প্রজেক্টের অংশ নয়। নিজেদের উদ্যোগেই তাঁরা এই ভিডিওটি তৈরি করেছেন। তবু এই ছোট্ট রিলই দর্শকদের মনে নতুন করে আশা জাগিয়েছে। প্রশ্ন একটাই—কবে আবার টেলিভিশনের পর্দায় একসঙ্গে দেখা যাবে রানী-দুর্জয় জুটিকে? সেই অপেক্ষাতেই আপাতত মুখিয়ে রয়েছেন দর্শকরা।






