টলিপাড়ার অন্দরে তিনি বহুদিন ধরেই এক পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি লেখক হিসেবেও তাঁর আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। তবে ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বরাবরই সংযত এবং লাজুক স্বভাবের মানুষ। একসময় ধারাবাহিকেই সীমাবদ্ধ থাকলেও এখন ওয়েব সিরিজ় ও বড়পর্দার কাজেই বেশি মন দিচ্ছেন। সম্প্রতি ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো, তাঁর জীবনে নাকি আবার বসন্ত এসেছে। নিঃশব্দে, আড়ালে আবডালে গড়ে উঠছে নতুন সম্পর্কের গল্প, যা নিয়েই শুরু হয়েছে কৌতূহল।
অভিনেতার অতীত মোটেও মসৃণ ছিল না। ব্যক্তিগত জীবনে একাধিক ওঠাপড়ার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। প্রাক্তন সম্পর্ক ভাঙার সময় সেই খবর টলিপাড়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছিল। তখন অনেকটাই নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রেখেছিলেন তিনি। দীর্ঘ সময় নিজেকে শুধরে নেওয়ার পাশাপাশি পেশাগত উন্নতিতেই মন দিয়েছিলেন। সেই কঠিন অধ্যায় পেরিয়ে এখন আবার নতুন করে হাসির আলো ফিরছে বলে মনে করছেন অনেকেই।
শোনা যাচ্ছে, অভিনেতার জীবনে যিনি এসেছেন, তিনিও নাকি ইন্ডাস্ট্রির সঙ্গেই যুক্ত। তবে এখনও পর্যন্ত দুজনের কেউই প্রকাশ্যে কিছু স্বীকার করেননি। সহকর্মীদের মধ্যেও বিষয়টি নিয়ে নানান জল্পনা চলছে। কারও মতে, সম্পর্কটি এখনও একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই তাঁরা খুব স্বাভাবিকভাবেই বিষয়টি গোপন রাখতে চাইছেন। আবার কেউ কেউ মনে করছেন, সঠিক সময় এলেই তাঁরা নিজেরাই সুখবর জানাবেন।
বর্তমান সময়ে অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন আর আগের মতো আড়ালে থাকে না। সামাজিক মাধ্যমের দৌলতে মুহূর্তের মধ্যেই ভক্তদের কাছে পৌঁছে যায় নানা খবর। অনেকেই নিজেরাই ছবি বা বার্তার মাধ্যমে সম্পর্কের ইঙ্গিত দেন। টলিপাড়ার এই আদর্শ নায়কও কি সেই পথেই হাঁটবেন, নাকি বরাবরের মতো নীরবতাই বজায় রাখবেন, তা নিয়ে কৌতূহল বাড়ছে।
আরও পড়ুনঃ দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান! ছোটপর্দায় নায়িকা হয়ে কামব্যাক স্বপ্নীলা চক্রবর্তীর! নতুন গল্প, নতুন চরিত্র, অভিনেত্রীকে দেখা যাবে কোন ধারাবাহিকে? নায়কের চরিত্রে কে?
সব মিলিয়ে টলিপাড়ার অন্দরে এখন এক মিষ্টি উত্তেজনা। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সত্যিটা জানার জন্য। নতুন প্রেম কি তাঁর জীবনে নতুন অনুপ্রেরণা এনে দেবে, নাকি তিনি ব্যক্তিগত জীবনকে সম্পূর্ণ ব্যক্তিগতই রাখবেন, সেটাই এখন দেখার। সময়ের আগেই বসন্ত এসে কি সত্যিই তাঁর মন ভরিয়ে তুলেছে, উত্তর দেবে সময়ই।






