বিয়ের আসরেই বড় মোড়! মাঝপথে পালিয়ে গেল কোয়েল! সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে, শুভ পরিণয় বাবিল ও মিটিলের! ‘চিরসখা’য় চরম চমক, অবশেষে হলো সত্যিকারের ভালোবাসার জয়!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’র (Chiroshokha) গল্প এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখানে প্রতিটি পর্বই দর্শকদের কৌতূহল বাড়াচ্ছে। সম্পর্ক, বিশ্বাস আর ভুল বোঝাবুঝির জটিল সমীকরণে গল্পের মোড় একেবারে বদলে গেছে। যে সম্পর্কটা একসময় ছিল শান্ত আর স্বাভাবিক, এখন সেখানেই যেন প্রশ্ন আর অস্বস্তির ছায়া! আর এই টানটান পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছে বাবিল, মিটিল আর কোয়েল, এই তিনজনের জীবন।

প্রসঙ্গত, সব গোলমাল শুরু হয় যখন মিটিল জানতে পারে বাবিল নাকি অন্য এক মেয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে। কোনও ব্যাখ্যা শোনার অপেক্ষা না করেই সে নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে সম্পর্ক ছিন্ন করে দেয়। বাবিল বারবার নিজের ভুল অস্বীকার করে ক্ষমা চায়, জানায় সে কিছুই ঠিকভাবে মনে করতে পারছে না। কিন্তু ততক্ষণে পরিস্থিতি তার হাতের বাইরে। কারণ কোয়েল সামনে এসে দাবি করে, সে অন্তঃসত্ত্বা এবং বাবিলই সেই সন্তানের বাবা!

এই এক ঘোষণাতেই বাবিলের সমস্ত কথার বিশ্বাসযোগ্যতা ভেঙে পড়ে। পরিবারের সম্মতি আর সামাজিক চাপে দ্রুত এগোতে থাকে বিয়ের প্রস্তুতি। বাবিলের জীবনে সেই জায়গায় দাঁড়িয়েও পাশে থেকে যায় মিটিল, এক নিঃস্বার্থ বন্ধুর মতো! নির্লিপ্ত মুখে, অথচ ভেতরে ভেতরে ভাঙতে ভাঙতেই সে নিজের ভবিতব্যকে মেনে নেয়। নিজের কষ্ট চেপে রেখে সে সব দায়িত্ব পালন করে যায়, যেন কিছুই বদলায়নি। এই নীরব উপস্থিতিই গল্পে অন্য এক আবেগের স্তর যোগ করেছে, যা দর্শকদেরও স্পর্শ করছে।

এর মধ্যেই বিয়ের দিন যত এগিয়ে আসে, কোয়েলের আচরণে ধরা পড়তে শুরু করে অদ্ভুত এক অস্বাভাবিকতা! হঠাৎ রহস্যজনক ফোন, চোখে মুখে অস্থিরতা আর ইশারায় কারও সঙ্গে যোগাযোগ মিলিয়ে নতুন করে সন্দেহ দানা বাঁধে। বাড়ি ভর্তি মানুষের মাঝেই সে যেন বুঝিয়ে দিতে চায়, সব কিছু পরিকল্পনা অনুযায়ীই চলছে। এখানেই গল্পে ঢুকে পড়ে সেই অচেনা ব্যক্তি! যার উপস্থিতি গোটা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

আরও পড়ুনঃ “এমন দিন গেছে, কোনওদিন খেতে পেয়েছি, কোনওদিন পাইনি” আবেগী অভিনেতা যীশু সেনগুপ্ত! ক্রিকেটের স্বপ্ন ছেড়ে, অভিনয়ের প্রেমে পড়লেন কেন? কিভাবে অভাব তাঁকে তুলে আনলো পর্দায়?

উল্লেখ্য, ধারাবাহিকের নতুন প্রোমো মুক্তি পাওয়ার পর দর্শকদের বড় অংশই আন্দাজ করতে শুরু করেছেন, শেষমেশ কোয়েল হয়তো নিজের প্রেমিকের সঙ্গেই পালিয়ে যাবে। সেই ক্ষেত্রে সন্তানের বাবা অন্য কেউ, এই সত্য সামনে আসবে। আর কোয়েলের অনুপস্থিতিতেই বাবিলের সঙ্গে মিটিলের বিয়ে সম্পন্ন হবে। এর আগেও লেখিকা গল্পে এমন মোড় তৈরি করে চমক দিয়েছেন, তাই এবারও শেষ মুহূর্ত পর্যন্ত রহস্য বজায় থাকবে বলেই ধারণা। আগামী ১৬ জানুয়ারির মহাপর্বে ঠিক কোন পথে যাবে ‘চিরসখা’র গল্প, তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

You cannot copy content of this page