টলিপাড়ার শুটিং ফ্লোরে প্রতিদিনই নানা ছোট-বড় ঘটনা ঘটে, যার অনেকটাই বাইরে আসে না। তবে সম্প্রতি এমন এক ঘটনার কথা শোনা যাচ্ছে, যা ঘিরে শিল্পীমহলে শুরু হয়েছে জোর চর্চা। ঘটনায় জড়িত এক জনপ্রিয় পরিচালক, তাঁর সদ্যবিবাহিত অভিনেত্রী স্ত্রী এবং বলিউড ফেরত এক অভিনেতা। ভদ্র ও শান্ত স্বভাবের জন্য পরিচিত এই অভিনেতার নাম জড়ানোয় অনেকেই বিস্মিত হয়েছেন।
চিত্রনাট্য অনুযায়ী একটি দৃশ্যে পুরুষ চরিত্রটির নারী চরিত্রের পায়ের প্রতি বিশেষ আসক্তি দেখানোর কথা ছিল। শুটিং চলাকালীন অভিনেতা অভিনয়ের গভীরে ঢুকে পড়েন। কিন্তু আচমকাই সেই অভিনয় বাস্তবতার সীমা ছাড়িয়ে যায়। অভিনেত্রীর অস্বস্তি বাড়তেই তিনি সঙ্গে সঙ্গে বাধা দেন। পরিচালকও দ্রুত হস্তক্ষেপ করেন এবং পরিস্থিতি সামাল দিতে শুটিং সাময়িক বন্ধ রাখা হয়।
ঘটনাটি আপাতদৃষ্টিতে মিটে গেলেও অভিনেতার মনে আঘাত লেগেছিল বলে শোনা যাচ্ছে। কিছু সময় তিনি নীরব থাকেন, যেন বিষয়টি এড়িয়ে চলছেন। কিন্তু সেই চাপা অস্বস্তি পরদিনের শুটিংয়েও প্রভাব ফেলে। নতুন একটি দৃশ্যের প্রস্তুতির সময় সেটে আবার টানটান উত্তেজনা তৈরি হয়।
পরবর্তী দৃশ্যে গার্হস্থ্য বিবাদের একটি অংশ অভিনয় করার কথা ছিল। চরিত্রে নিজেকে পুরোপুরি ডুবিয়ে দিয়ে অভিনেতা দৃশ্যটিকে অতিরিক্ত বাস্তব করে তুলতে গিয়ে অভিনেত্রীকে জোরে চড় মারেন। মুহূর্তের মধ্যে সেটে থমথমে পরিস্থিতি তৈরি হয়। সাধারণত পর্দায় শক্ত ও খল চরিত্রে দেখা যায় এই অভিনেত্রীকে, তবু এমন ঘটনায় তিনি কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে পড়েন। প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে শুটিং।
আরও পড়ুনঃ ফের টিআরপি শীর্ষে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’! ‘পরশুরাম’ ও ‘রাঙামতি’কে সঙ্গে নিয়ে জানুয়ারির দৌড়ে স্টার জলসার একাধিপত্য! তালিকা থেকে কার্যত নিশ্চিহ্ন জি বাংলা! কারা গেল এগিয়ে, কারা মুখ থুবড়ে পড়ল এবার?
শেষ পর্যন্ত দুই পক্ষই পেশাদারিত্ব বজায় রেখে আবার কাজে ফেরেন। আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং বাকি দৃশ্যের শুটিং নির্বিঘ্নে সম্পন্ন হয়। এই ঘটনা ফের একবার মনে করিয়ে দিল, অভিনয়ের আবেগ যত গভীরই হোক না কেন, ব্যক্তিগত সীমারেখা ও পারস্পরিক সম্মান বজায় রাখা সবসময়ই সবচেয়ে জরুরি।






