অভিনেতা ঋজু বিশ্বাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার পরও তাঁর সঙ্গেই নতুন মিউজিক ভিডিওতে কাজ করায় চর্চার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেত্রী অলোকানন্দা গুহ। একসময় সমাজমাধ্যমে ভিডিও পোস্ট করে ঋজুর বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তুলেছিলেন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার একসঙ্গে কাজের ঘোষণা নেটিজেনদের ক্ষোভ উসকে দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, অভিযোগের পর কীভাবে আবার একই শিল্পীর সঙ্গে কাজ সম্ভব।
সম্প্রতি অলোকানন্দা নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে কিছু ছবি শেয়ার করেন। সেখানে তাঁকে লাল রঙের পোশাকে দেখা যায় এবং ঋজু ছিলেন গাঢ় নীল ব্লেজার সাদা শার্ট কালো ট্রাউজারে। ছবিতে কখনও দুজনকে হাত ধরে হাঁটতে দেখা যাচ্ছে আবার কখনও একে অপরের দিকে তাকিয়ে হাসিমুখে সময় কাটাতে দেখা যায়। ছবির ক্যাপশনে অলোকানন্দা লেখেন, প্রতিদিন হোক বসন্ত কাল খুব তাড়াতাড়ি ঋজু বিশ্বাসের সঙ্গে ইন্টারেস্টিং কিছু আসছে।
এই পোস্ট প্রকাশ্যে আসতেই মন্তব্যের ঘরে শুরু হয় ট্রোলের ঝড়। কেউ লিখেছেন এত অভিযোগের পর আবার একসঙ্গে কাজ করা অবাক করার মতো। কেউ বলেছেন আগে এত কথা বলার পর এখন আবার একসঙ্গে দেখা যাওয়ায় বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। আরও অনেক নেটিজেন কটাক্ষ করে বলেছেন সামান্য লজ্জা থাকা উচিত। সমালোচনার পাশাপাশি কিছু মানুষ বিষয়টিকে ভণ্ডামি বলেও আখ্যা দিয়েছেন।
প্রসঙ্গত কয়েক মাস আগে অলোকানন্দা জানিয়েছিলেন, কেরিয়ারের শুরুর দিকে একটি পুরনো ফেসবুক অ্যাকাউন্টে ঋজুর কাছ থেকে অস্বস্তিকর বার্তা পেয়েছিলেন। কাজের প্রস্তাবের কথা বলে তাঁকে দেখা করতে ডাকা হয়। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে যান। তখন ঋজু নাকি বিরক্ত হয়ে বলেন, এতজন নিয়ে আসায় তাঁর মন খারাপ হয়েছে এবং তিনি একা আসবেন বলে ভেবেছিলেন।
আরও পড়ুনঃ ‘আমি একা নই, সায়ক আছে পাশে আগলে রাখবে!’ সামাজিক মাধ্যমে বিতর্ক ও কটু মন্তব্য উপেক্ষা করে, সায়কের সঙ্গে অটুট বন্ধুত্বের গল্প লিখলেন দেবলীনা নন্দী!
অলোকানন্দার সেই অভিজ্ঞতা প্রকাশ্যে আসার পর অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। তাই নতুন করে ঋজুর সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেটিজেনদের বিভ্রান্ত করেছে। কেউ কেউ বলছেন বাস্তব জীবনে কাজের প্রয়োজনেই হয়তো এই সিদ্ধান্ত। আবার অনেকে মনে করছেন এতে পুরনো অভিযোগের গুরুত্ব হালকা হয়ে যাচ্ছে। সব মিলিয়ে এই জুটি নিয়ে এখন তীব্র আলোচনা চলছে বিনোদন মহলে ও সমাজমাধ্যমে।






