নতুন বছর এলেই বিনোদন জগতে সম্পর্কের সমীকরণ যেন নতুন করে আলোচনায় আসে। কখনও প্রেমের গুঞ্জন, কখনও আবার আচমকা বিয়ের ঘোষণায় চমকে যান দর্শকরা। তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহলের শেষ নেই, বিশেষ করে ছোট পর্দার জনপ্রিয় মুখদের ক্ষেত্রে। সম্পর্কের শুরু, ভাঙন কিংবা নতুন করে জীবন শুরু—সব কিছু নিয়েই নেটদুনিয়া থেকে টলিপাড়া, সর্বত্রই চলে চর্চা।
সেই চর্চার কেন্দ্রেই এখন অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি। ছোট পর্দায় নিজের অভিনয় দক্ষতায় ধীরে ধীরে জায়গা করে নিয়েছেন তিনি। ‘গুড্ডি’ ধারাবাহিকে তাঁর চরিত্র দর্শকদের মন ছুঁয়েছিল। পর্দার বাইরে তাঁকে নিয়ে আগ্রহের আরেক কারণ—অভিনেতা রণজয়ের সঙ্গে তাঁর সম্পর্ক। বহুদিন ধরেই তাঁদের একসঙ্গে দেখা যেত বিভিন্ন অনুষ্ঠানে, যদিও দু’জনেই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। ফলে স্বাভাবিকভাবেই তাঁদের ঘিরে জল্পনা আরও বেড়েছে।
এই আবহেই বিয়ের খবর সামনে আসার পর প্রথমবার বিষয়টি নিয়ে মুখ খুললেন রণজয় বিষ্ণু। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, এই সিদ্ধান্ত তাঁর কাছে খুবই ভালো লাগার জায়গা। দর্শকদের কাছ থেকে যে বিপুল ভালোবাসা তাঁরা পেয়েছেন, সেটাকেই তিনি এক ধরনের ‘ম্যানিফেস্টেশন’ বলে মনে করছেন। রণজয়ের কথায়, গন্তব্যে পৌঁছনোর আগে তিনি কখনওই তা প্রকাশ করতে চান না, আর তাই বাকি কথাও সময়মতোই জানাবেন।
প্রসঙ্গত, ‘গুড্ডি’ ধারাবাহিক থেকেই নাকি তাঁদের সম্পর্কের শুরু। প্রথমে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে প্রেম। ধারাবাহিক শেষ হলেও রিল লাইফের জুটি বাস্তব জীবনেও দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নেয়। এমনকি একটি মিউজিক ভিডিয়োতেও একসঙ্গে কাজ করেছেন তাঁরা। বয়সের ফারাক নিয়ে নানা বিতর্ক হলেও সেসবকে পিছনে ফেলে এগিয়ে চলেছেন এই জুটি।
আরও পড়ুনঃ “কেউ মোটা বললে আমি থ্যাঙ্ক ইউ বলি”— বডি শেমিংকে প্রকাশ্যে চ্যালেঞ্জ মানসী সিনহার! “বর্তমান প্রজন্ম রিল লাইফ আর রিয়েল লাইফ গুলিয়ে ফেলছে, যা উদ্বেগের”- বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তার কারণ জানালেন অভিনেত্রী!
এরই মাঝে মজার ছলে অভিনেতার বন্ধুরা ফাঁস করলেন বিয়ের কথা। সব জল্পনার অবসান ঘটিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি, প্রেম দিবসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণজয় ও শ্যামৌপ্তি। দুই পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে হবে এই বিশেষ অনুষ্ঠান। যদিও বিয়ের ভেন্যু এখনও গোপন। কাজের দিক থেকে রণজয়কে শেষ দেখা গিয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে, আর শ্যামৌপ্তি অভিনয় করেছেন ‘রঙ্কিনী ভবন’ সিরিজে। আপাতত সমস্ত কাজ থেকে কিছুটা বিরতি নিয়ে নতুন জীবনের প্রস্তুতিতেই ব্যস্ত বলেই জানা যাচ্ছে এই তারকা জুটি। তবে এটা কতটা সত্যি সেটা দর্শকরা ১৪ই ফেব্রুয়ারি আসলেই বুঝতে পারবেন।






