দ্বিতীয় বিয়ে ঘিরে আইনি জালে জর্জরিত হিরণ! জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের! জেল হতে পারে ৭ বছর!

বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়-এর বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে এসেছে। বুধবার রাতে আনন্দপুর থানায় তাঁর দ্বিতীয় বিয়ে নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ মামলা রুজু করেছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতা বা BNS-এর ৮২(১), ৮৫ এবং ৫৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বিবাহিত থাকা সত্ত্বেও হিরণ চট্টোপাধ্যায় অবৈধভাবে দ্বিতীয় বিবাহ করেছেন। পাশাপাশি স্ত্রীর উপর দীর্ঘদিন মানসিক ও শারীরিক নির্যাতন চালানোর অভিযোগও রয়েছে।

এই মামলায় শুধু হিরণ নন, অভিযোগের আওতায় আনা হয়েছে তাঁর দ্বিতীয় স্ত্রী হৃতিকা গিরি-কেও। অনিন্দিতার দাবি, হৃতিকা জেনেশুনেই এই অবৈধ বিবাহে যুক্ত ছিলেন। সেই কারণেই অপরাধে সহায়তা ও প্ররোচনার ধারায় তাঁর নামেও এফআইআর দায়ের করা হয়েছে।

আইন অনুযায়ী, BNS-এর ৮২(১) ধারা অনুসারে জীবিত স্ত্রী থাকা অবস্থায় পুনরায় বিয়ে করা দণ্ডনীয় অপরাধ। এই অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানা হতে পারে। এই ধারা জামিন অযোগ্য বলেই ধরা হয়।

আরও পড়ুন: ‘দেবকে নিয়ে অনেক সমস্যা ছিল, ও একদম দেবকে…’ দেবের সঙ্গে হিরণের দ্বন্দ্ব প্রকাশ্যে আনলেন প্রথম স্ত্রী অনিন্দিতা! দেবের সাফল্যেই সমস্যা? অভিনয় থেকে কেন সরে গিয়েছিলেন হিরণ?

এছাড়াও BNS-এর ৮৫ ধারা অনুযায়ী স্ত্রীর উপর নিষ্ঠুরতা প্রমাণিত হলে ৩ বছর পর্যন্ত জেল ও জরিমানার বিধান রয়েছে। আর ৫৪ ধারা অনুযায়ী অপরাধ সংঘটনের সময় যে ব্যক্তি সহায়তা করেন বা উপস্থিত থাকেন, তাকেও মূল অভিযুক্ত হিসেবে গণ্য করা হয়। সব মিলিয়ে এই মামলায় হিরণ চট্টোপাধ্যায়ের আইনি সমস্যা যে আরও বেড়েছে, তা স্পষ্ট।

You cannot copy content of this page