পরিচিত রাস্তা ছেড়ে অচেনা পথে, গাড়ি থামাতে বলতেই স্পিড সপ্তমে! চিৎকারেও থামল না গাড়ি, প্রাণ বাঁচাতে ছুট মেট্রো স্টেশনে! অ্যাপ ক্যাবে উঠেই দুঃস্বপ্ন, আ’তঙ্কে কেঁ’পে উঠলেন অভিনেত্রী!

অ্যাপ ক্যাবের নিরাপত্তা নিয়ে প্রশ্ন নতুন নয়। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা উঠে আসে। এবার সেই তালিকায় যুক্ত হল জনপ্রিয় আরও এক অভিনেত্রীর নাম। কলেজ থেকে বাড়ি ফেরার পথে অ্যাপ ক্যাবে উঠে দুঃসহ পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে। এই ঘটনার পর প্রকাশ্যে এসে তিনি মুম্বইয়ের মতো শহরেও মহিলাদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

নিজের অভিজ্ঞতা শেয়ার করে তিনি জানান, কলেজ যাতায়াতের জন্য তিনি নিয়মিত অ্যাপ ক্যাব ব্যবহার করতেন। প্রতিদিন একই রাস্তায় যাতায়াত হওয়ায় পথঘাট তাঁর খুব ভালোই চেনা ছিল। কিন্তু সেদিন আচমকাই অ্যাপ ক্যাব চালক পরিচিত রাস্তা ছেড়ে অন্যদিকে গাড়ি ঘুরিয়ে নেয়। জিপিএস থাকা সত্ত্বেও কেন এই অচেনা রাস্তা বেছে নেওয়া হচ্ছে, তা বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই চালককে সাবধান করেন অভিনেত্রী। কিন্তু তাঁর কথা কানে তোলেননি চালক।

বারবার অনুরোধ করা সত্ত্বেও চালক যখন ভুল রাস্তাতেই এগোতে থাকেন, তখন ভয় ও আতঙ্কে চিৎকার শুরু করেন তিনি। পরিস্থিতি যে বিপজ্জনক দিকে যাচ্ছে, তা আঁচ করতে পেরে তিনি আরও জোরে প্রতিবাদ করেন। শেষমেশ পরিস্থিতি বেগতিক বুঝে অ্যাপ ক্যাব চালক গাড়ি থামাতে বাধ্য হন। কোনও কিছু না ভেবে সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন অভিনেত্রী এবং দ্রুত দৌড়ে গিয়ে কাছের মেট্রো স্টেশনে পৌঁছন।

মেট্রো ধরেই কোনও রকমে বাড়ি ফেরেন অভিনেত্রী। তবে ওই দিনের অভিজ্ঞতা তাঁকে মানসিকভাবে এতটাই নাড়িয়ে দিয়েছে যে, এখনও অ্যাপ ক্যাবে উঠলেই আতঙ্ক তাঁকে গ্রাস করে। নিরাপদ শহর বলে পরিচিত মুম্বইয়েও একজন তরুণীকে এমন পরিস্থিতির মুখে পড়তে হওয়া সত্যিই চিন্তার বিষয় বলে মনে করছেন অনেকে। অভিনেত্রীর কথায় স্পষ্ট, ভয় এখনও পুরোপুরি কাটেনি। কথা হচ্ছে, হিন্দি ধারাবাহিক ‘ইয়ে হ্যায় মহব্বতে’ খ্যাত অভিনেত্রী রুহানিকা ধাওয়ানের।

আরও পড়ুনঃ ‘ওরা আমার কোমরে হাত রাখে, তারপর…’ সর্বসমক্ষে ভয়াবহ অভিজ্ঞতা! প্রকাশ্যে শা’রীরিক হে’নস্থার অভিযোগ আনলেন বাঙালি অভিনেত্রী মৌনী রায়!

এই ঘটনার পর থেকেই আবারও জোরালোভাবে উঠছে মহিলাদের নিরাপত্তার প্রশ্ন। প্রযুক্তির সুবিধার পাশাপাশি নিরাপত্তার দিকটি কতটা সুরক্ষিত, তা নিয়ে ভাবতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ থেকে তারকারা। রুহানিকার অভিজ্ঞতা যেন অনেক মহিলার অজানা ভয়কে প্রকাশ্যে এনে দিল। তাঁর সাহসী স্বীকারোক্তি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে অ্যাপ ক্যাব পরিষেবা এবং শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

You cannot copy content of this page