‘একজন মুস’লিম কেন হিন্দু দেবীর পুজো করবেন?’ হাসিন জাহানের বাড়িতে সরস্বতী বন্দনা ঘিরে তীব্র কটাক্ষ নেটিজেনদের! মডেল-অভিনেত্রীর সর্বধর্মসমন্বয়ের বার্তা পরিণত হলো বিতর্কে?

ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামির বিচ্ছিন্না স্ত্রী হাসিন জাহান বরাবরই নিজের স্পষ্ট মতামত এবং সাহসী অবস্থানের জন্য আলোচনায় থাকেন। এবার সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে তাঁর সরস্বতী পুজোর উদযাপন। হিন্দু রীতি মেনে বিদ্যা দেবীর আরাধনা করায় কট্টরপন্থী নেটিজেনদের আক্রমণের মুখে পড়তে হয়েছে তাঁকে। যদিও এই প্রথম নয়, ধর্মীয় গোঁড়ামি আর নীতি পুলিশের নিশানায় বারবারই পড়েছেন হাসিন। তবুও তিনি নিজের বিশ্বাস আর জীবনযাপনের ধারা বদলাতে নারাজ, সেটাই যেন আবারও স্পষ্ট করে দিলেন এই ঘটনায়।

সরস্বতী পুজোর দিন মেয়েকে সঙ্গে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন হাসিন জাহান। ছবিতে দেখা যায়, বিদ্যা দেবীর মূর্তির সামনে দাঁড়িয়ে মা মেয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন। ভিডিওতে ধরা পড়ে মেয়ের পুজো দেওয়ার মুহূর্ত, ভোগ অর্পণ এবং পুজো শেষে খিচুড়ি ভোগ খাওয়ার দৃশ্যও। তুঁত রঙের সাজে মা মেয়ে দুজনেই ছিলেন নজরকাড়া। হাসিন পরেছিলেন সুতির শাড়ি আর আইরার পরনে ছিল লেহেঙ্গা। ছবিগুলো অনেকের মন ছুঁয়ে গেলেও, তার উল্টো প্রতিক্রিয়াও চোখে পড়েছে।

একাংশ নেটিজেন প্রশ্ন তুলেছেন, একজন মুসলিম নারী কেন হিন্দু দেবীর পুজোয় সামিল হচ্ছেন। এই প্রশ্ন থেকেই শুরু হয় কুরুচিকর মন্তব্য আর ব্যক্তিগত আক্রমণ। কেউ তাঁকে ধর্ম বিরোধী বলে দাগিয়ে দিয়েছেন, আবার কেউ শামির সঙ্গে তাঁর পুরনো বিবাদ টেনে এনে কটাক্ষ করেছেন। এমনকি কেউ কেউ দাবি করেছেন, এই কারণেই নাকি তাঁদের দাম্পত্য ভেঙে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের মন্তব্যে ভরে যায় পোস্টের কমেন্ট বক্স।

তবে সমালোচনার পাশাপাশি হাসিন জাহানের পাশে দাঁড়িয়েছেন বহু মানুষ। অনেকেই তাঁর এই উদ্যোগকে সর্বধর্মসমন্বয়ের উদাহরণ বলে প্রশংসা করেছেন। তাঁদের মতে, উৎসবের কোনও নির্দিষ্ট ধর্ম হয় না এবং একজন মা হিসেবে সন্তানের সামনে সব সংস্কৃতি তুলে ধরা অত্যন্ত ইতিবাচক। হাসিন আগেও জানিয়েছেন, তিনি বাঙালি সংস্কৃতিতে বড় হয়েছেন এবং বাংলার সব উৎসবেই অংশ নিয়েছেন। সেই সংস্কৃতির মধ্যেই মেয়েকে বড় করে তুলতে চান তিনি।

আরও পড়ুনঃ পরিচিত রাস্তা ছেড়ে অচেনা পথে, গাড়ি থামাতে বলতেই স্পিড সপ্তমে! চিৎকারেও থামল না গাড়ি, প্রাণ বাঁচাতে ছুট মেট্রো স্টেশনে! অ্যাপ ক্যাবে উঠেই দুঃস্বপ্ন, আ’তঙ্কে কেঁ’পে উঠলেন অভিনেত্রী!

ধর্মীয় উগ্রতা আর সোশ্যাল মিডিয়ার ট্রোলিং হাসিন জাহানের জীবনে নতুন নয়। এর আগেও কখনও মেয়েকে দুর্গা, কখনও রাধা সাজিয়ে বিতর্কের মুখে পড়েছেন তিনি। কিন্তু প্রতিবারই তিনি প্রমাণ করেছেন, সমাজের চাপ নয়, নিজের বিশ্বাসই তাঁর পথচলার দিশা। এবারের সরস্বতী পুজোতেও তার ব্যতিক্রম হয়নি। ট্রোলিং উপেক্ষা করে হাসিন জাহান আবারও দেখিয়ে দিলেন, সাহস আর স্বাধীন চিন্তাই তাঁর সবচেয়ে বড় পরিচয়।

You cannot copy content of this page