‘আমি বরাবরই ব্যর্থ প্রেমিক…’ পর্দায় নায়ক হলেও বাস্তবে ভীষণ একা দিব্যজ্যোতি দত্ত! ক্লাস নাইনের ভালোবাসা থেমে গিয়েছিল ‘অপেক্ষা’য়! ২০২৬-এ পেলেন সেই প্রেমিকার বিয়ের নেমন্তন্ন! ব্যর্থ প্রেম নিয়ে কি জানালেন অভিনেতা?

অভিনেতা দিব্যজ্যোতি দত্ত বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ। ধারাবাহিকের পর্দায় একাধিক শক্তিশালী চরিত্রে অভিনয় করে তিনি অল্প সময়েই দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। পর্দায় আত্মবিশ্বাসী ও সংবেদনশীল অভিনয়ের জন্য যেমন তিনি প্রশংসিত, তেমনই বাস্তব জীবনে তাঁর ব্যক্তিত্ব অনেকটাই সংযত ও অন্তর্মুখী যা সম্প্রতি এক সাক্ষাৎকারে উঠে এসেছে।

টেলিভিশনে দিব্যজ্যোতিকে প্রথম সারির নায়কদের তালিকায় এনে দিয়েছে একাধিক সফল ধারাবাহিক। ‘অনুরাগের ছোঁয়া’-তে সূর্য চরিত্রে তাঁর অভিনয় তাঁকে ঘরে ঘরে পরিচিত করেছে। এছাড়াও ‘জয়ী’, ‘চুনি পান্না’, ‘দেশের মাটি’-র মতো ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করে তিনি নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। শুধু ছোট পর্দাই নয়, বড় পর্দাতেও তিনি নিজের উপস্থিতি জানান দিয়েছেন। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘লহো গৌরাঙ্গর নাম রে’-তে শ্রীচৈতন্যের চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি, যা তাঁর কেরিয়ারের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করছেন অনেকে।

কিন্তু অভিনয়ের বাইরে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে খুব কমই কথা বলেন অভিনেতা। সেই নীরবতা ভেঙেই সম্প্রতি তিনি জানিয়েছেন, তাঁর জীবনে কখনও প্রেম হয়নি। হাতে গোনা চার-পাঁচজন বন্ধুই তাঁর পৃথিবী। পার্টি বা আড্ডা নয়, বরং বাড়িতে সময় কাটানোই তাঁর বেশি পছন্দ।

তিনি আরও জানান, বহু মানুষকে দেখে তাঁর ভালো লেগেছে, প্রেম করার ইচ্ছাও হয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই অনুভূতি মনের মধ্যেই থেকে গিয়েছে। যাকে ভালো লেগেছে, তাকে তা বলতে পারেননি এমন মানুষ এখনও তাঁর পরিচিতর মধ্যেই আছেন বলে স্বীকার করেন অভিনেতা।

আরও পড়ুনঃ এক সময়ে টলিউডের সেরা খলনায়ক তিনি! ‘বাঞ্ছারামের বাগান’ খ্যাত অভিনেতা রমেন রায় চৌধুরী কাজ করে গেছেন মৃত্যুর শেষ দিন পর্যন্ত! জানেন কি কারণে মৃত্যু হয় তাঁর?

একটি মজার স্মৃতিও শেয়ার করেছেন দিব্যজ্যোতি। ক্লাস নাইনে পড়ার সময় তিনি একজনকে প্রপোজ করেছিলেন। সেই মেয়েটি তখন বলেছিল, মাধ্যমিকের পরে উত্তর দেবে। সময় এগিয়ে এসেছে ২০২৬ সালে। সেই মেয়েটির বিয়ে হচ্ছে এবছর, আর দিব্যজ্যোতিকে নেমন্তন্নও করেছে সে। আশ্চর্যের বিষয়, যার সঙ্গে বিয়ে হচ্ছে তিনি অভিনেতারই বন্ধু। বর্তমানে ইন্ডাস্ট্রির কারও প্রতি ভালো লাগা আছে কি না এই প্রশ্নে দিব্যজ্যোতি রহস্য রেখে বলেন, “আছে তো অবশ্যই, কিন্তু নাম বলা যাবে না।”

You cannot copy content of this page