মাস পড়লেই বিয়ে, হাতে গোনা কদিন! এর মাঝেই হঠাৎ গুরুতর অসুস্থ রণজয় বিষ্ণু! কি হয়েছে অভিনেতার? চিন্তায় অনুরাগীরা!

বিয়ের আর হাতে গোনা কয়েকটা সপ্তাহ মাত্র। ফেব্রুয়ারির ১৪ তারিখে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু। ঠিক এই আনন্দের মুহূর্তের মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়ায় চিন্তার ভাঁজ পড়েছে তাঁর পরিবার ও অনুরাগীদের কপালে। সম্প্রতি একাধিকবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিয়ে নিয়ে প্রশ্নের উত্তর দিতে হলেও নিজের শরীরের এই অবস্থার কথা প্রকাশ্যে খুব একটা বলেননি অভিনেতা।

ইদানীং রণজয়কে দেখলেই বারবার বিয়ে প্রসঙ্গে নানা প্রশ্ন করেছেন সাংবাদিকরা। যদিও এই বিষয়টি নিয়ে খুব বেশি কথা বলতে স্বচ্ছন্দ নন তিনি। তবে হঠাৎ শরীর ভেঙে পড়ায় অবশেষে নিজের অসুস্থতার কথা জানাতে বাধ্য হয়েছেন অভিনেতা। জানা গিয়েছে, ছোটবেলা থেকেই ঠান্ডা লাগার সমস্যা রয়েছে তাঁর। আবহাওয়া একটু বদলালেই সর্দি কাশি জ্বর পিছু ছাড়ে না।

এই বার সেই সমস্যাই আরও গুরুতর আকার নিয়েছে। রণজয় নিজেই জানিয়েছেন, অনেক দিন পর এমনভাবে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। প্রচণ্ড জ্বরের কারণে ডাক্তার দেখাতে হয়েছে তাঁকে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দু দিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে। অভিনেতার কথায়, অনেক দিন আগে এতটা শরীর খারাপ হয়েছিল তাঁর, তাই এই অভিজ্ঞতা বেশ কষ্টের।

১৪ ফেব্রুয়ারিতে অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন রণজয়। বিয়ের আগে তাই একগুচ্ছ কাজ বাকি রয়েছে তাঁর। শুটিং থেকে শুরু করে ব্যক্তিগত প্রস্তুতি সবকিছুই সামলাতে হবে সুস্থ শরীরে। সেই কারণে যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ওঠা এই মুহূর্তে সবচেয়ে জরুরি অভিনেতার কাছে।

আরও পড়ুনঃ ‘আমি বরাবরই ব্যর্থ প্রেমিক…’ পর্দায় নায়ক হলেও বাস্তবে ভীষণ একা দিব্যজ্যোতি দত্ত! ক্লাস নাইনের ভালোবাসা থেমে গিয়েছিল ‘অপেক্ষা’য়! ২০২৬-এ পেলেন সেই প্রেমিকার বিয়ের নেমন্তন্ন! ব্যর্থ প্রেম নিয়ে কি জানালেন অভিনেতা?

এদিকে শোনা যাচ্ছে, বিয়ের পর নতুন ধারাবাহিকেও দেখা যেতে পারে রণজয়কে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেননি তিনি। অন্যদিকে বিয়ে নিয়ে আগেই শ্যামৌপ্তি জানিয়েছিলেন, তাঁরা খুব আড়ম্বর পছন্দ করেন না। কাছের মানুষদের নিয়ে ছিমছাম ভাবেই নিজেদের বিশেষ দিনটা উদযাপন করতে চান এই তারকা জুটি।

You cannot copy content of this page