হাল ছাড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে এই লাইন যেন নতুন করে ফিরে আসছে অরিজিৎ সিংয়ের জীবনকথায়। গিটারের তার আর সুরের মূর্ছনার বাইরে এবার কি অন্য এক ময়দানে দেখা যাবে তাঁকে। প্লেব্যাক দুনিয়া থেকে স্বেচ্ছাবসর ঘোষণার পর থেকেই গায়কের জীবন নিয়ে জল্পনা থামছেই না। সেই জল্পনাতেই এবার নতুন রং যোগ করেছে রাজনীতির প্রসঙ্গ। কেরিয়ারের মধ্যগগনে দাঁড়িয়ে আচমকাই নেওয়া এই সিদ্ধান্তে ভক্ত থেকে সহকর্মী সকলেই বিস্মিত। ঠিক এই আবহেই সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে অরিজিৎ নাকি এবার সুরের পাশাপাশি রাজনীতির ভাষাতেও কথা বলতে চলেছেন।
ওই সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী কোনও প্রতিষ্ঠিত রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না অরিজিৎ। বরং তিনি নাকি নিজস্ব রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি শুরু করেছেন। যদিও দলের নাম আদর্শ বা ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আপাতত মুখ খুলতে চান না তিনি। গায়কের ঘনিষ্ঠ মহল থেকেই এই খবর প্রকাশ্যে এসেছে বলে দাবি প্রতিবেদনের। প্লেব্যাক থেকে সরে এসে নিজের সুর সৃষ্টি এবং সামাজিক ভাবনার জগৎকে এক সুতোয় বাঁধতেই নাকি এই নতুন পথচলা। অরিজিতের জীবনে যে এই সিদ্ধান্ত সহজ ছিল না তা বলাই বাহুল্য। তবু নীরব স্বভাবের মানুষটি যে নিজের মতো করেই আগামী দিনের রাস্তা তৈরি করছেন তার ইঙ্গিত মিলছে এই জল্পনায়।
গুঞ্জনের এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে ভবিষ্যতে নাকি ভোটের ময়দানেও নামতে পারেন তিনি। সামনে বাংলার বিধানসভা নির্বাচন সেই দিকেই কি ইঙ্গিত করছে এই আলোচনা। যদিও এই বিষয়ে অরিজিৎ এখনও স্পিকটি নট। কোনও প্রতিক্রিয়াই দেননি তিনি। তবে বিনোদুনিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে চর্চা। কেউ বলছেন শিল্পীর এই সিদ্ধান্ত সমাজের জন্য ইতিবাচক হতে পারে আবার কেউ মনে করছেন রাজনীতি অরিজিতের মতো শিল্পীর জন্য কঠিন পথ। তবু তাঁর অনুরাগীদের কৌতূহল ক্রমশ বাড়ছেই।
অরিজিতের ব্যক্তিত্বে প্রতিবাদী সত্ত্বা যে বরাবরই ছিল তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। শিল্পীদের পারিশ্রমিক ছাঁটাই হোক বা মিউজিক ইন্ডাস্ট্রির অন্যায্য চুক্তি তিনি বারবার সরব হয়েছেন। কোনও গান নিয়ে বিতর্ক তৈরি হলেও স্পষ্ট ভাষায় নিজের অবস্থান জানিয়েছেন। নীরব অথচ দৃঢ় এই মানসিকতাই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। সেই কারণেই অনেকের ধারণা জনতার পাশে দাঁড়াতে রাজনীতির পথ বেছে নিলেও অবাক হওয়ার কিছু নেই।
আরও পড়ুনঃ “আজকাল তো সব জায়গায় কথা শুনতে হবে…পদ্মশ্রী-টদ্মশ্রী পেয়েছ” প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে দেবের মন্তব্য! মেগাস্টারের ভাষ্যে স্পস্ট ক্ষোভ, জিত-সহ স্ক্রিনিং কমিটি বৈঠক নিয়ে কি টলিউডে ফের চাঞ্চল্য?
জিয়াগঞ্জের ভূমিপুত্র সোমু যে রাজনীতির বাইরে থেকেও মানুষের পাশে দাঁড়িয়েছেন তার উদাহরণ একাধিকবার মিলেছে। তাই রাজনৈতিক রং বা দলের প্রয়োজন ছাড়াও জনদরদী হওয়া যায় সেই বার্তাই বারবার দিয়েছেন তিনি। এবার সত্যিই কি নতুন এক ইনিংস শুরু করবেন অরিজিৎ সিং নাকি সবটাই গুঞ্জন তা সময়ই বলবে। তবে এতটুকু নিশ্চিত সুরের মতোই তাঁর জীবনযাত্রাও বরাবর মানুষের মন ছুঁয়ে গেছে আর সেই কারণেই তাঁর প্রতিটি সিদ্ধান্ত ঘিরে কৌতূহল থামার নয়।






