“এক নেপালি মেয়ে আমাকে এমন তাড়া করল…” ভুল ধারণা থেকে বড় বিপদ! আচমকা কী ঘটেছিল যে ভয়ানক পরিস্থিতিতে পড়তে হয়েছিল রোহান ভট্টাচার্যকে? অভিনেতার জানালেন, সেই তরুণীর সঙ্গে স্মরণীয় অভিজ্ঞতার কথা!

বিনোদন জগতের তারকাদের জীবন বাইরে থেকে যতটা ঝলমলে মনে হয়, বাস্তবে তা সব সময় ততটা সহজ নয়। শুটিং সেট, বিদেশ সফর বা সাধারণ আড্ডার মধ্যেও তারকাদের জীবনে ঘটে যায় নানা অপ্রত্যাশিত ঘটনা। কখনও সেগুলো হাসির খোরাক হয়, আবার কখনও ভয়ের স্মৃতি হয়ে থেকে যায় আজীবন। সম্প্রতি ঠিক তেমনই এক অদ্ভুত এবং চমকে দেওয়া অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন বাংলা পর্দার জনপ্রিয় অভিনেতা রোহান ভট্টাচার্য।

রোহান ভট্টাচার্য বাংলা টেলিভিশন ও চলচ্চিত্র জগতের জনপ্রিয় মুখ। স্টার জলসায় সম্প্রচারিত জনপ্রিয় রোমান্টিক কমেডি ধারাবাহিক ‘ভজ গোবিন্দ’-তে গোবিন্দ চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিলেন তিনি। স্বাভাবিক অভিনয় ও সাবলীল অভিব্যক্তির জন্য অল্প সময়েই দর্শকমহলে জনপ্রিয় হয়ে ওঠেন রোহান।

ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও তাঁর উপস্থিতি চোখে পড়ার মতো। ‘লাভ ডায়েরি এক প্রেম কথা’, ‘মন শুধু তোকে চায়’, ‘জাল’, ‘জামাইবরণ’, ‘ব্ল্যাকমেইল’, ‘বাজিকর’, ‘নীললোহিত’ থেকে শুরু করে ঐতিহাসিক ছবি ‘বাঘা যতীন’—বিভিন্ন ঘরানার ছবিতে কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি সঞ্চালক হিসেবেও দর্শকদের মন জয় করেছেন ‘এবার জমবে মজা’-র মাধ্যমে। এমনকি ‘ডান্স ডান্স জুনিয়র’ সিজন ৩-এ মেন্টর হিসেবেও দেখা গেছে তাঁকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রোহান জানান, একবার তিনি এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, ঘটনাটি ঘটেছিল একটি নেপালি মেয়ের সঙ্গে। হঠাৎ একটি ছেলে সেই নেপালি মেয়েটির গায়ে চক ছুড়ে মারে। কিন্তু পরিস্থিতির ভুল বোঝাবুঝিতে সেই মেয়েটি ধরে নেয়, চকটি নাকি রোহান ছুড়েছেন।

আরও পড়ুনঃ কেরিয়ারের মধ্যগগনে আচমকাই আংশিক অবসর গ্রহণ! এবার গানের মঞ্চ ছেড়ে রাজনীতির পথে অরিজিৎ সিং? আসন্ন ভোটে যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে? প্লেব্যাক সম্রাটকে ঘিরে নতুন করে জল্পনা তুঙ্গে!

ভুল ধারণা থেকেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। রোহানের কথায়, সেই নেপালি মেয়েটি রেগে গিয়ে তাঁকে মারতে তেড়ে এসেছিলেন। মুহূর্তের মধ্যে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে, তিনি সত্যিই আতঙ্কিত হয়ে পড়েন। পরে অবশ্য বিষয়টি পরিষ্কার হলে বড় বিপদ এড়ানো যায়। আজও সেই ঘটনার কথা মনে পড়লে মজার ছলে হেসে ওঠেন অভিনেতা।

You cannot copy content of this page