প্রতি সপ্তাহেই বাংলা টেলিভিশনপ্রেমীদের নজর থাকে টিআরপি তালিকার (TRP List) দিকে। কোন ধারাবাহিক দর্শকের মন জয় করল আর কে পিছিয়ে পড়ল, সেই হিসেবই যেন বদলে দেয় ছোটপর্দার সমীকরণ! এবার জানুয়ারির শেষ সপ্তাহের টিআরপি (TRP) সামনে আসতেই স্পষ্ট, গল্পের জোর আর উপস্থাপনার ধরনই এখনও নির্ধারণ করছে জনপ্রিয়তার আসল মানদণ্ড। ৩০ জানুয়ারির প্রকাশিত এই পরিসংখ্যান বলছে, শীর্ষস্থান দখলের লড়াই ছিল বেশ জমজমাট!
এই সপ্তাহে সবার উপরে উঠে এসেছে স্টার জলসার ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parshuram: Ajker Nayok)। ধারাবাহিকটি ৬.৯ নম্বর নিয়ে প্রথম স্থানে রয়েছে। এই গল্পে অন্যায়ের বিরুদ্ধে সরব অবস্থান এবং বাস্তবধর্মী চিত্রনাট্য দর্শকের মনে আলাদা প্রভাব ফেলেছে সেই শুরু থেকেই। টানা জনপ্রিয়তা ধরে রেখে এই ধারাবাহিক আবারও প্রমাণ করল, অভিনয় দক্ষতা এবং গল্পের শক্তিই শেষ কথা। এবার দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার টপার ধারাবাহিক ‘পরিণীতা’ (Parineeta), প্রাপ্ত নম্বর ৬.৮।
পারিবারিক আবেগ, সম্পর্কের সূক্ষ্ম টানাপোড়েন এবং চরিত্রগুলোর মানসিক দ্বন্দ্ব এই ধারাবাহিককে দর্শকের কাছে বিশ্বাসযোগ্য করে তুলেছে। খুব সামান্য ব্যবধানে শীর্ষস্থান হাতছাড়া হলেও, ধারাবাহিকটির ধারাবাহিক জনপ্রিয়তা স্পষ্ট। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ (Professor Bidya Banerjee), ৬.৫ নম্বর নিয়ে। গল্পের ভিন্ন স্বাদ এবং কেন্দ্রীয় চরিত্রের দৃঢ় উপস্থিতি এই ধারাবাহিককে দ্রুত উপরের সারিতে তুলে এনেছে। চতুর্থ স্থানে সমান নম্বর পেয়েছে দুটি ধারাবাহিক।
স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj) এবং জি বাংলার ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone Kori), উভয়েরই প্রাপ্ত নম্বর ৬.৩। একদিকে আবেগঘন উপস্থাপন, অন্যদিকে সম্পর্কের সূক্ষ্ম অনুভূতি নিয়ে এই দুই ভিন্ন গল্প দর্শকের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে এবারও। যথারীতি এবারও পঞ্চম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’ (O Mor Dorodiya), ৬.২ নম্বর নিয়ে। আবেগনির্ভর গল্প ও চরিত্রের আন্তরিকতা ধারাবাহিকটিকে সেরা পাঁচে জায়গা করে দিয়েছে।
আরও পড়ুনঃ শেষ কাজের রেশ কাটতে না কাটতেই নতুন অফার! ‘গীতা এলএলবি’-র পর নতুন শুরু হিয়ার, এবার ধারাবাহিকে জুটি বাঁধবেন সাহেব ভট্টাচার্যর সঙ্গে? লুক টেস্ট ঘিরে বাড়ছে জল্পনা, কোন চ্যানেলে আসছে এই গল্প?
অন্যদিকে ট্রেন্ডিং তালিকাতেও নজর কেড়েছে কয়েকটি নাম। ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) ৫.৬ নম্বর নিয়ে স্থিরভাবে এগোচ্ছে। পাশাপাশি ‘লক্ষ্মী ঝাঁপি’ (Lokkhi Jhanpi) ৫.২ নম্বর পেয়েও স্লট হারিয়েছে। সব মিলিয়ে, এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা— TRP list of Bengali Television for Last Week of Jan | 30th Jan | Friday | BT •• পরশুরাম 6.9
2nd •• পরিণীতা 6.8
3rd •• বিদ্যা ব্যানার্জি 6.5
4th •• রাঙামতি, তারে ধরি ধরি মনে করি 6.3
5th •• ও মোর দরদিয়া 6.2
Trending ••
চিরদিনই তুমি যে আমার 5.6
লক্ষ্মী ঝাঁপি 5.2






