‘প্লেন হোক কি ট্রেন, নিয়ম তো সবার জন্য এক মামা!’, ঋতুপর্ণাকে নাম না করেই একহাত নিলেন শ্রীলেখা

সম্প্রতি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে বিমানে উঠে দেওয়া হয়নি। নায়িকা নাকি একটি শুটিংয়ের কাজে আহমেদাবাদ যাচ্ছিলেন। কিন্তু নির্ধারিত বোর্ডিং টাইমের থেকে মিনিট ১৫ দেরি করে ফেলেন নায়িকা। তাই আর বিমানে উঠতে পারেননি তিনি। ফেসবুকে গোটা ঘটনার বিবরণ দিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন।

প্রথম সারির এক বিমান সংস্থার বিরুদ্ধে অভিযোগ ছিল নায়িকার। নীতিবোধ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এবার শ্রীলেখা মিত্র ঋতুপর্ণাকে একহাত নিলেন।

শ্রীলেখা মিত্র কোন নাম না করেই কটাক্ষ করেছেন ঋতুপর্ণাকে। শ্রীলেখা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। ট্রেন হোক বা প্লেন, নিয়ম তো সবার জন্য এক, এমনটা বলতে চেয়েছেন নায়িকা। আর এর থেকেই পরিষ্কার ঠিক কাকে উদ্দেশ্য করে পোস্টটি করেছেন।

মঙ্গলবার সকালে ঋতুপর্ণার বিমানে না উঠতে পারার ঘটনা নিয়ে যেভাবে শোরগোল পড়ে গিয়েছিল, তার ঘণ্টাখানেকের মধ্যেই শ্রীলেখা মিত্র এমন পোস্ট করলেন। তাই কারুর আর বিষয়টা বুঝতে বাকি রইলো না।

flight issue

বছর দুয়েক আগে বাংলা সিনে ইন্ডাস্ট্রিতে প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগে মুখর হন শ্রীলেখা। অনেকেই তখন নায়িকাকে সমর্থন করেন। নায়িকা আবার লেখেন যে পোস্ট আসলে কাউকে উদ্দেশ্য করে নয়।

একবার তাঁর সঙ্গেও এমনটা হয়েছিল। নির্দিষ্ট সময়ে বিমানবন্দরে পৌঁছেও বোর্ডিং গেট থেকে দূরে থাকায় পৌঁছতে পারেননি তিনি। তাঁকে ছাড়াই বিমান উড়ে গিয়েছিল।

You cannot copy content of this page