নিজের জন্মদিন সেলিব্রেট করতে এখানে উড়ে গেলেন শন ব্যানার্জি!কলকাতা এয়ারপোর্টে বসে থাকা শনকে দেখে আপ্লুত তার ভক্তরা,পিহু গেল নাকি সঙ্গে?

ছোটপর্দার তারকার এক এক সময়ে বড় পর্দার তারকাদের থেকেও বিখ্যাত হয়ে যায় কারণ তাদেরকে আমরা প্রত্যেকদিন টিভির পর্দায় দেখে থাকি। অভিনয় তো তারা সিরিয়ালেও করে থাকেন। সিরিয়ালের নায়ক নায়িকাদের আমাদের মনে হয় যে তাদেরকে আমরা ধরতে পারবো। সেখানে বড় পর্দার তারকাদের মনে হয় যে তাদের সঙ্গে আমাদের দূরত্বটা অনেক বেশী।

বর্তমানে ছোটপর্দার নায়কদের মধ্যে সবথেকে বেশি বিখ্যাত বোধহয় দুইজন। জি বাংলার আদৃত রয় এবং স্টার জলসার শন ব্যানার্জি। প্রথমজন মিঠাই সিরিয়ালে অভিনয় করেন এবং দ্বিতীয় জন অভিনয় করেন মন ফাগুনে। মিঠাই টিআরপি রেটিং তালিকায় বরাবর 1 থেকে 5 এর মধ্যে অবস্থান করে এসেছে কিন্তু মন ফাগুনে সম্প্রতি অতি কষ্টে নিজের জায়গা টিকিয়ে রেখেছে এক থেকে দশের মধ্যে। তবুও এই সিরিয়ালের ফ্যান বেস প্রচুর বড়। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই শন আর আদৃতের তুলনা করে ঝগড়া বেঁধে যায় দুই সিরিয়ালের ভক্তদের মধ্যে। যদিও বাস্তবে এই দুই তারকার মধ্যে কোন ঝামেলা নেই।

অনেকেই বলে থাকেন টলিপাড়ার হটেস্ট নায়ক হলেন শন ব্যানার্জি।আর সত্যি কথা বলতে শনকে দেখতে যেরকম সুন্দর সেইরকম তার গলার ব্যারিটোন ভয়েস তার উপর তার হট বডি, সব মিলিয়ে মহিলা ভক্তরা শন ব্যানার্জি বলতে পাগল। শনের বংশপরিচয়ও তো দেখতে হবে। কিংবদন্তি অভিনেত্রী সুপ্রিয়া দেবীর নাতি সে।

এহেন শন এবার নিজের জন্মদিন পালন করতে চললেন কলকাতা ছেড়ে। আগামী 26শে এপ্রিল শনের 28 বছরের জন্মদিন। তাই নিজের জন্মদিন সেলিব্রেট করতে এবার দুদিন আগেই গোয়া চলে গেলেন ‌ শন ব্যানার্জি।

আজকে সকালে কিছুক্ষণ আগে তাকে কলকাতা এয়ারপোর্টে বসে থাকতে দেখা গেছে। যদিও তার সঙ্গে কে কে আছে সেটা আমরা জানি না তবে অনেকেই আশা করছেন হয়তো পিহু তার সাথে গেছে। কিন্তু এটা ভুলে গেলে চলবে না পিহু অর্থাৎ সৃজলা গুহ কিন্তু রোহন ভট্টাচার্যের গার্লফ্রেন্ড।তাই সৃজলা কোনভাবেই শনের সঙ্গে গোয়া যাবেনা বার্থডে সেলিব্রেট করতে।

এখন গোয়া থেকে আমরা সন ব্যানার্জির কী কী ফটো দেখতে পাব তার অপেক্ষায় বসে আছি এবং তিনি কীভাবে নিজের বার্থডে সেলিব্রেট করেন সেটাও আমরা দেখব সোশ্যাল মিডিয়ায়। পরশুদিন যে তার জন্মদিনে তার ভক্তরা সোশ্যাল মিডিয়ায় মাতামাতি করবেন একথা বলাই বাহুল্য।

You cannot copy content of this page