এই বছর তিলোত্তমা বিচার পেলে তবেই আগামী বছর ধুমধাম করে নারী শক্তির অর্চনা করা উচিৎ! মুখ খুললেন গায়িকা অন্বেষা দত্ত গুপ্ত

দুর্গাপুজো ( Durga Puja ) চলে এসেছে কিন্তু এই বছরের দুর্গাপুজোটা অন্যান্য বারের থেকে ব্যতিক্রমী।কারণ আমাদের ঘরের মেয়ে তিলোত্তমা আমাদের মাঝে আর নেই। আর জি কর কাণ্ডের পর দুমাস কেটে গেছে এখন‌ও ন্যায় বিচার চেয়ে প্রতিমুহূর্তে সাধারন মানুষ থেকে চিকিৎসকরা রাস্তায় প্রতিবাদে শামিল হচ্ছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আর জি কর কাণ্ড নিয়ে মুখ খুললেন জনপ্রিয় গায়িকা অন্বেষা দত্ত গুপ্ত ( Anwesha Dutta )

আর জি কর কাণ্ডের প্রতিবাদে প্রতিদিনই কেউ না কেউ মুখ খুলছেন, কেউ না কেউ প্রতিবাদ কর্মসূচি করছেন। শিল্পী সনাতন দিন্দা যেমন আর জি কর কাণ্ডের প্রতিবাদে আঁকছেন দ্রোহকাল, মায়ের মূর্তির আদল পরিবর্তন করছেন তিনি। অভিনেত্রী কোয়েল মল্লিক বলছেন, পুজো হলেও এইবার উৎসবটা হবে না, কারণ অন্তর থেকে আনন্দ আসছে না, আবার তিলোত্তমা নিয়ে প্রতিবাদটা ভীষণভাবে প্রাসঙ্গিক বলে মনে করছেন গায়িকা অন্বেষা দত্তগুপ্ত।

জি বাংলার সারেগামাপা খ্যাত জনপ্রিয় গায়িকা অন্বেষা দত্ত গুপ্ত। ২০১৪ সালে সারেগামাপার মঞ্চে বিজয়ী হন তিনি। সারেগামাপা’র প্ল্যাটফর্ম থেকে খ্যাতি অর্জন করে বর্তমানে বিভিন্ন কনসার্টে গান গেয়ে নিজের সঙ্গীত প্রতিভাকে তুলে ধরেন তিনি। ২০২৩ সালের ২৩ শে নভেম্বর আংটি বদল হলেও এখন‌ও বিয়ে করেননি গায়িকা। বছরখানেকের মধ্যেই অভিরূপ চট্টোপাধ্যায়কে বিয়ে করে নিজের জীবনটাকে গুছিয়ে নেবেন বলে ভেবে রেখেছিলেন তিনি কিন্তু তার মধ্যেই পিতৃশোক গায়িকার জীবনটাকে ওলট পালট করে দেয়।

তার এবং অভিরূপের বিয়েটা তার বাবা দেখে যেতে পারেননি বলে গায়িকার মনের মধ্যে রয়েছে আফসোস‌ও। তবে সেই যাবতীয় আফসোস এবং কষ্টকে কাটিয়ে উঠেও গানের মধ্য দিয়ে সঙ্গে জগতে নিজের জায়গা পাকা করে নিয়েছেন অন্বেষা। এক বা দুই নয় মোট তেরোটি ভাষায় নিয়মিত গান গেয়ে চলেছেন গায়িকা। নিজের কাজের মধ্যে দিয়েই নিজেকে প্রমাণ করতে চান তিনি, ট্রোল, মিম এগুলোকে খুব একটা গায়ে মাখেন না।

আরও পড়ুনঃ একাধিক খু’ন করে রক্তে রাঙা প্ৰিয়রঞ্জনের হাত! এবার মা’রার পরিকল্পনা করছে আঁখিকে! আঁখিকে বাঁচাবে কে দেবা না গৌরব?

অভিনয়ের ইচ্ছা তার আছে কিনা এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে একটি সাক্ষাৎকারে গায়িকা জানিয়েছিলেন সঙ্গীতের সঙ্গে জড়িয়ে আছে এমন কোন‌ও চরিত্র পেলে তিনি অবশ্যই করবেন। আর জি কর ও তিলোত্তমা নিয়ে গায়িকা অন্বেষা দত্ত গুপ্ত একটি সাক্ষাৎকারে বলেছিলেন,“এ বছর যদি সবাই মিলে বিচারের জন্য গলা তুলি, তা হলে হয়তো পরের বছর আবার খুব ধুমধাম করে নারীশক্তির আরাধনা করতে পারব”

Back to top button