সোশ্যাল মিডিয়ায় অনেক সময় নানান ধরণের ভিডিও ভাইরাল হয়ে থাকে। কখনও কোনও প্রতিভার কথা উঠে আস সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তো আবার কখনও কারোর জীবন সংগ্রামের কাহিনীর গল্প শোনা যায় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এমনই একটি ভিডিও ফের ভাইরাল হল।
নেট মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে এক তরুণীর ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে ওই তরুণী একা হাতেই বসে ভাপা পিঠে তৈরি করছে। কেউ সাহায্য করার নেই। একাই বসে নিজের মনে পিঠে বানিয়ে যাচ্ছে সে।
জানা গিয়েছে, ওই তরুণী থাকে সরাইহাটে। স্নাতক পাশ করেছে ওই তরুণী। আর এখন সংসার চালানোর জন্য ভাপা পিঠে বিক্রি করছে। ওই তরুণী জানায় যে গোটা শীতকাল নানান হাটে বা মেলায় সে ভাপা পিঠে বিক্রি করে। নিজের দাদুর কাছে এই পিঠে বানানো শিখেছে সে। বাড়িতে অসুস্থ বাবা। এক দিদি ও এক ভাই রয়েছে ওই তরুণীর। সংসারে সে একমাত্র রোজগেরে। গোটা সংসার একাই চালায় সে।
তরুণীর কথায় সে বুনিয়াদপুর কলেজ থেকে ২০২০ সালে বি এ পাশ করে সে। এরপর নার্সিং প্রশিক্ষণও নিচ্ছে সে। এর পাশাপাশি সংসার চালাতে বেছে নিয়েছে ভাপা পিঠে বিক্রির কাজ। কিন্তু সে তো শীতকালে। গরমকালে কী করে সে? তরুণী জানায় গরমকালে সে জাল তৈরির কাজ করে। এছাড়াও, সকালবেলা দুটো বাচ্চাকে টিউশনও পড়ায় ওই তরুণী।
ভাই উচ্চমাধ্যমিক দেবে, সংসারে বাবাও অসুস্থ। এসবের মধ্যে তাঁর উপরেই ভার পড়েছে সংসার চালানোর। ওই তরুণী জানায় যে তাঁর দিদিও বি এ পাশ করেছে। কিন্তু দিদি সেভাবে সকলের সঙ্গে মিশতে পারে না বলে, সে কোনও কাজ করতে পারে না। তবে বাইরে বেরিয়ে কাজ না করলেও, বাড়ির কাজে সাহায্য করে।
পিঠে তৈরি করার নানান জিনিস প্রস্তুত করে দেয় বোনকে। এভাবেই কত মানুষ কত কষ্ট করে জীবন সংগ্রামে টিকে থাকে। জীবন যুদ্ধে লড়াই করে তারা এক সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। এই তরুণীর জীবন সংগ্রামের এই ভিডিও এখন নেট দুনিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। নেটবাসীরা ওই তরুণীর প্রশংসা করার পাশপাশি অনেক আশীর্বাদও করেছে তাঁকে।