এই তো জীবন,মদের নেশা করে চুর বাঁদর! বাঁদরের মাতলামি দেখতে ভিড় জমেছে সোশ্যাল মিডিয়ায়

সোশ্যাল মিডিয়ার প্রতিদিন বিভিন্ন ধরনের হাজার হাজার ভিডিও ভাইরাল হয়। তার মধ্যে যেমন থাকে শিক্ষনীয় ভিডিও তেমন থাকে মজার ভিডিও। এই মুহূর্তে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা খুবই হাস্যকর। একটি মাতাল বাঁদরের ভিডিও সেটি।

ভেবে অবাক হলেন তো? হ্যাঁ সত্যিই বাঁদরটি নেশা করেছে। জুটি বাঁধার মনের সুখে মদ্যপান করেছে এমনটাই দেখা গেছে ভিডিওতে। আর মদ্যপানের যে প্রভাব সেটা পড়েছে তাদের উপরেও। ফলে অদ্ভুত আচরণ করতে শুরু করে তারাও। তা এতটাই হাস্যকর যে মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। এমনকি শুধু সাধারণ মানুষ নয়, বন আধিকারিক সুশান্ত নন্দা নিজেও তাঁর টুইটারে ভিডিওটি শেয়ার করেন। তিনি আবার ক্যাপশনে লিখেছেন যে নতুন বছরের মজা উপভোগ করছেন।

ভিডিওটি না দেখলে কেউ বিশ্বাসই করবে না যে পশুদেরও নেশা হয়। তবে এই ভিডিওটায় তেমনটাই দেখা গেছে যা বেশ অবাক করার মতো। ইতিমধ্যেই নাকি প্রায় ১ লক্ষ ২০ হাজার মানুষ এই ভিডিওটি শেয়ার করে ফেলেছে সোশ্যাল মিডিয়ায়। তাই ভিডিওটি আপনিও যদি না দেখেন তাহলে আপনারই লস।

You cannot copy content of this page