কয়েক মাস আগে স্টার জলসার পর্দায় শুরু হয়েছিল ধারাবাহিক ‘কম্পাস’ (Compass)। শুরুতে খুব একটা আলোচনায় না এলেও, গল্প এগোনোর সঙ্গে সঙ্গেই আলাদা করে নজর কেড়েছে এই কলেজবেলার আখ্যান। ক্যাম্পাসের জীবন, বন্ধুত্ব, দ্বন্দ্ব আর নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি মিলিয়ে ধারাবাহিকটি অন্য রকম একটা স্বাদ দিচ্ছে দর্শকদের। বিশেষ করে শ্বাশুড়ি-বৌমার সম্পর্কের সংজ্ঞা যেভাবে এখানে দেখানো হচ্ছে, সেটাই ‘কম্পাস’কে আলাদা করে তুলেছে। রোজ আরও একটু করে মন জিতে নিচ্ছে কম্পাস!
প্রসঙ্গত, এই ধারাবাহিক দিয়েই ছোটপর্দায় পা রেখেছেন অভিনেত্রী ‘পর্ণা চক্রবর্তী’ (Parna Chakraborty)। মডেলিংয়ে তিনি আগে থেকেই পরিচিত মুখ, পাশাপাশি একাধিক মিউজিক ভিডিয়োতেও কাজ করেছেন। সেই অভিজ্ঞতাই সম্ভবত প্রযোজকদের আস্থা জুগিয়েছে। তবে, ছোটপর্দায় পর্ণার উপস্থিতি একেবারেই অন্যরকম, এখানে তিনি কোনও সাজগোজে মোড়া নায়িকা নন বরং টমবয় চরিত্রে ছোট চুল, মাথায় টুপি আর জিন্সে স্বচ্ছন্দ। অনেকেই বলছেন, ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর কাজলের ছোঁয়া থাকলেও চরিত্রের গভীরতা আলাদা।
গল্পের বড় অংশ জুড়েই রয়েছে কলেজ ক্যাম্পাসের দৃশ্য। বন্ধুত্ব থেকে ভুল বোঝাবুঝি, নৈতিক সিদ্ধান্ত, সবকিছুই খুব সহজ ভাষায় তুলে ধরা হচ্ছে। সাধারণত ছোট পর্দায় যেখানে নায়িকাদের ভারী ভারী গয়না বা শাড়ি পরে পারিবারিক সমস্যার সমাধান করতে দেখা যায়, সেখানে কম্পাস একেবারে অন্য পথে হাঁটে। সে সাজসজ্জায় বিশ্বাসী নয়, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পিছপা হয় না। এই চরিত্রের একাধিক স্তর রয়েছে, যা অভিনয় করে দেখানো মোটেও সহজ কাজ নয় বলেই মত দর্শকদের।
তবে, ধারাবাহিকের আরও একটি বড় আকর্ষণ হয়ে উঠেছে কম্পাস আর নায়কের মা ঋতজার সম্পর্ক। শাশুড়ি-বৌমার চিরাচরিত সংঘাতের বদলে এখানে দেখা যাচ্ছে বোঝাপড়া আর বন্ধুত্ব। যদিও গল্পে ভুল সিদ্ধান্ত, গোপন কথা আর আবেগের বিস্ফোরণ এসেছে, তবু সেই সব মুহূর্ত পেরিয়ে সম্পর্কটা আরও বাস্তব হয়ে উঠেছে। অভিনেত্রী মল্লিকা মজুমদারও জানিয়েছেন, এই সম্পর্কটা তিনি নিজেও ভীষণ উপভোগ করছেন। কারণ এখানে মা-মেয়ে আর দুই প্রজন্মের বন্ধুত্ব, দুটো দিকই আছে।
আরও পড়ুনঃ যুবভারতীতে উত্তাল জনরোষের মাঝেই মেসির সঙ্গে ভাইরাল শুভশ্রীর ছবি! “সাধারণের টাকায় ফুর্তি!” নায়িকার সঙ্গে ফুটবলের রাজপুত্রের ছবি দেখে ক্ষো’ভে ফুঁস’ছে নেটপাড়া
সব মিলিয়ে, ‘কম্পাস’ এখন দর্শকদের চোখে ব্যতিক্রমী হলেও অন্যতম সেরা অভিনেত্রী। দর্শকদের কথায়, নতুন অভিনেত্রীদের ভিড়েও পর্ণা চক্রবর্তীর অভিনয় আলাদা করে চোখে পড়ছে। অনেকেই বলছেন, ‘নতুনদের মধ্যে কম্পাস সত্যিই দুর্দান্ত অভিনয় করছে। চরিত্রটা কি দারুণভাবে ফুটিয়ে তুলছে!’ কলেজে জীবনের গল্প, চিরাচরিত প্রথা ভেঙে নায়িকা আর সম্পর্কের নতুন দৃষ্টিভঙ্গির মেলবন্ধনেই ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করে নিচ্ছে ‘কম্পাস’।






