জি বাংলার ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’য় (Jowar Bhanta) কিছুদিন আগেই দেখানো হয়েছিল, আসানসোলে ভিত পুজো পন্ড করতে নিশা কিভাবে ছদ্মবেশে বিস্ফো’রণ ঘটায়। আর এই বিশেষ দৃশ্য সম্প্রচারের পর থেকেই আচমকা আলোচনার কেন্দ্রে চলে আসেন, নিশা চরিত্রের অভিনেত্রী ‘শ্রুতি দাস’ (Shruti Das)। বুড়ির সাজেও পুলিশের কাছে ধরা পড়ে যেতেই, দৌড়ানোর সেই দৃশ্যটা গল্পের প্রয়োজনে থাকলেও, পর্দার বাইরের প্রতিক্রিয়াটা মোটেই সুখকর ছিল না! সমাজ মাধ্যমে শুরু হয় কটাক্ষ, কখনও দৌড়ানোর ভঙ্গি নিয়ে তো কখনও বা শরীর নিয়ে ব্যক্তিগত আক্রমণ।
চরিত্রের প্রেক্ষিত না বুঝেই এই ধরনের মন্তব্যে স্বাভাবিকভাবেই বিরক্ত হন অভিনেত্রী, যা এদিন তাঁর বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে। কটাক্ষের জবাব দিতে গিয়ে শ্রুতি আবেগে ভাসেননি, বরং খুব বাস্তব এবং সংযত ভাষায় নিজের অবস্থান তুলে ধরেছেন। সমাজ মাধ্যমে তিনি নিজের বাঁ পায়ের ফুলে যাওয়া একটি ছবি শেয়ার করে তিনি জানান, ২০১৮ সালে কাটোয়ায় একটি বাইক দুর্ঘ’টনায় গুরুতর চোট পেয়েছিলেন তিনি। সেই আঘাতের জেরেই দীর্ঘদিন চিকিৎসা চলেছে, এখনও নিয়মিত ফিজিওথেরাপি করতে হয়।
এই সমস্যা এমন নয় যে পুরোপুরি সেরে যাবে, আর সেই বাস্তবতাটাও অকপটে স্বীকার করেছেন অভিনেত্রী। শ্রুতি জানান, বাঁ পায়ে ব্যালেন্সের সমস্যা তাঁর দৈনন্দিন সঙ্গী হয়ে গেছে। শুধু তাই নয়, কোমরের ‘এল-৪-এল-৫’ (L4-L5) অংশের জটিলতাও রয়েছে, যা শারীরিকভাবে অনেক কাজকে কঠিন করে তোলে। চিকিৎসকদের মতে কিছু দৃশ্য তাঁর করার কথা নয়, তবু পেশাদার দায়িত্ব থেকে দাঁতে দাঁত চেপে অনেক কিছুই করতেই হচ্ছে তাঁকে। পর্দায় যেটুকু দর্শক দেখেন, তার আড়ালে অনেক শারীরিক লড়াই লুকিয়ে থাকে।
আর সেটাই সামনে আনতে চেয়েছেন তিনি, এই পোস্টের মাধ্যমে। এই প্রসঙ্গে শ্রুতি আরও স্পষ্ট করে দেন, দর্শকরা যদি ‘নিশা’ চরিত্রটিকে ভালোবাসেন বা অপছন্দ করেন, সেটা তাঁদের নিজস্ব মত। কিন্তু চরিত্রের বাইরেও একজন মানুষ হিসেবে ‘শ্রুতি’র যে সীমাবদ্ধতা ও সংগ্রাম রয়েছে, সেটুকু বোঝার জায়গা থাকা দরকার। ট্রোলের ভাষা যে কতটা সহজে একজন শিল্পীর মানসিক শান্তি নষ্ট করতে পারে, তাঁর বক্তব্যে সেই ইঙ্গিতও ছিল।
আরও পড়ুনঃদুঃসংবাদ! ২৬ বছরেই থামল স্বপ্নের পথচলা, বছর শেষে শোকের ছায়া টেলি জগতে!
তবে কোথাও অভিযোগের সুরকে বাড়াবাড়ি হতে দেননি তিনি! এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে, একটা সময় দর্শক ছোটপর্দায় তাঁকে দেখার জন্য অনুরোধ করেছেন বারবার। অভিনেত্রীর জানিয়েছিলেন যে মনের মতো কাজ আসছে না। তবে, দীর্ঘদিন পর ‘জোয়ার ভাঁটা’র হাত ধরেই এক্কেবারে ব্যতিক্রমী চরিত্রে, আবার ছোটপর্দায় ফিরেছেন শ্রুতি। ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করেও তাঁর অভিনয় দর্শকের নজর কেড়েছে, পাশাপাশি তাঁর চরিত্রের আবেগও ছুঁয়ে যাচ্ছে অনেককে।






