মাধ্যমিকের বানান জানে না অথচ অনলাইন পরীক্ষার জন্য নেমেছে আন্দোলনে! কী হাল এই শিক্ষার্থীদের?

তারা বেশিরভাগ জানেই না মাধ্যমিক বানান। অথচ দাবি অনলাইনেই হোক পরীক্ষা। এই দাবিতেই তারা নেমেছে আন্দোলনে। ৩৪ নম্বর জাতীয় সড়কে আন্দোলনে নামে এই শিক্ষার্থীরা।

করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যে আবার বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। এর ফলে আবার পড়াশোনা নিয়ে সমস্যায় পড়েছে শিক্ষার্থীরা। অনলাইনে পঠন-পাঠন হওয়ায় প্রায়শই আন্দোলন করছে তারা। তাই অফলাইন নয়, অনলাইনে পরীক্ষার দাবি জানিয়ে জলপাইগুড়ির একটি স্কুলের শিক্ষার্থীরা এই আন্দোলনে শামিল হয়েছে।

অদ্ভুত বিষয় হলো যে আন্দোলন করছে অথচ তারা অনেকেই নাকি জানে না মাধ্যমিকের বানানটুকুও। সাংবাদিকরা নিজেরাই অবাক এই ঘটনায়। রীতিমতো আঁতকে ওঠে তারা।

আসলে তাদের বক্তব্য অনলাইনে সিলেবাসই শেষ করতে পারেননি শিক্ষক-শিক্ষিকারা। তাই তারা অনলাইনেই পরীক্ষা দিতে চায়। আবার পরীক্ষার দিনক্ষণ পেছোনোর দাবিও জানিয়েছে তারা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই আলোড়ন তুলেছে। এই শিক্ষার্থীরাই যদি দেশের ভবিষ্যৎ হয় তাহলে সেই ভবিষ্যৎ কেমন হবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।

You cannot copy content of this page