নতুন বছরে টিআরপি লড়াই জমজমাট! তালিকায় শীর্ষে ফের দাপট দেখল ‘পরশুরাম’! ‘তারে ধরি ধরি’ নিয়ে ফিরেই বাজিমাত পল্লবী শর্মার! টিআরপি যুদ্ধে নতুন সমীকরণে কারা এগিয়ে, কারা হলো নিশ্চিহ্ন?

প্রতি সপ্তাহেই টিআরপি (TRP) তালিকা প্রকাশ মানেই ছোটপর্দার অন্দরমহলে নতুন করে হিসেব-নিকেশ। কোন ধারাবাহিক দর্শকের মন জয় করল, কোন গল্পে টান কমল, সেই ছবিটাই স্পষ্ট হয় এই সংখ্যাতেই। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের টিআরপি তালিকা (TRP List) প্রকাশিত হতেই ফের আলোচনায় বাংলা টেলিভিশন। বৃহস্পতিবার, ৮ জানুয়ারির পরিসংখ্যান বলছে, এই সপ্তাহে একাধিক ধারাবাহিক দারুণ ফলাফল করেছে, সঙ্গে রয়েছে একেবারে নতুন চমকও!

এই সপ্তাহে শীর্ষস্থানে উঠে এসেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parshuram: Ajker Nayak)। ৭.৩ নম্বর নিয়ে তালিকার এক নম্বরে জায়গা করে নিয়েছে এই মেগা। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আর বাস্তব ছোঁয়া মিলিয়ে গল্পের শক্তিতেই, নতুন বছরেও দর্শকের ধরে রাখতে পেরেছে পরশুরাম। ধারাবাহিকভাবে ভালো ফলাফলে ফের একবার নিজের দাপট দেখাল চ্যানেল।

দ্বিতীয় স্থানে যুগ্মভাবে রয়েছে স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj) ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ (Professor Bidya Banerjee)। দুই ধারাবাহিকই পেয়েছে ৭.২ নম্বর। রাঙামতির আবেগঘন গল্প যেমন দর্শককে টানছে, তেমনই বিদ্যা ব্যানার্জির চরিত্রকেন্দ্রিক কাহিনি নিয়মিত নজর কেড়েছে। দুই ধারাবাহিকের ফলাফল, টিআরপির দৌড়কে আরও জমজমাট করে তুলেছে।

তৃতীয় স্থানে রয়েছে আরও দুই জনপ্রিয় ধারাবাহিক, জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta) এবং স্টার জলসার ‘ও মোর দরদিয়া’ (O Mor Dordiyaa)। দুটিই ৭.১ নম্বর পেয়েছে। পরিণীতার আবেগঘন সম্পর্কের গল্প যেমন দর্শকদের পরিচিত স্বাদ দিচ্ছে, তেমনই ও মোর দরদিয়ার ভিন্ন ধাঁচের কাহিনি নতুন করে আগ্রহ তৈরি করেছে। এই সপ্তাহে দুটি ধারাবাহিকই প্রমাণ করেছে, গল্পের টান থাকলে দর্শক পাশে থাকেই।

তবে সবচেয়ে বড় চমক এসেছে চতুর্থ স্থানে। সদ্য শুরু হওয়া জি বাংলার নতুন ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’ (Tare Dhori Dhori Mone Kori) ৬.৮ নম্বর নিয়ে একেবারে শীর্ষ পাঁচে জায়গা করে নিচ্ছে প্রতিবার। বহুদিন পর ফিরে, আবারও পল্লবী শর্মা বাজিমাত করছেন। ধারাবাহিকটি নতুন হলেও এমন শক্ত ফলাফল নিঃসন্দেহে বড় সাফল্য। পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার ‘লক্ষ্মী ঝাঁপি’ (Lokkhi Jhampi), ৬.৪ নম্বর নিয়ে। সব মিলিয়ে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের টিআরপি তালিকা প্রমাণ করল, শক্ত গল্পই এখন আসল ইউএসপি।

আরও পড়ুনঃ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নিজের জন্য বিরাট বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী সায়ন্তিকা! কি পদক্ষেপ নিলেন বিধায়ক?

এবার এক নজরে দেখে নেওয়া যাক, এই সপ্তাহের টিআরপি তালিকা— TRP list of Bengali Television for 2nd Week of Jan | 8th Jan | Thrusday | BT •• পরশুরাম 7.3
2nd •• রাঙামতি, বিদ্যা ব্যানার্জি 7.2
3rd •• পরিণীতা, ও মোর দরদিয়া 7.1
4th •• তারে ধরি ধরি মনে করি 6.8
5th •• লক্ষ্মী ঝাঁপি 6.4

You cannot copy content of this page