মালায়ালাম শোতে বাংলার জয়জয়কার! বাঙালি হয়ে দক্ষিণী ভাষায় গান গাইলেন পরিযায়ী শ্রমিক, ধন্য ধন্য করছেন বিচারকরা

বর্তমান সময় আমাদের কাছে বিনোদনের মূল মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া। দেশ-বিদেশের বিভিন্ন খবর মিডিয়ার মাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে অগুনতি মানুষের কাছে। অন্যদিকে তরুণ-তরুণীদের প্রতিভার প্রকাশ ও বিস্তার করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ফলে অনেকেই সহজেই সাফল্যের মুখ দেখেছেন। আবার একবার এক তরুণের মাধ্যমেই বাংলার মুখ উজ্জল হলো জাতীয় মঞ্চে।

কেরল এর একটি জনপ্রিয় রিয়েলিটি শোতে মালায়লাম ভাষায় গান গেয়ে সকলের মন জয় করলেন মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক মাসাদুল শেখ। বাংলা থেকে কাজের খোঁজে তিনি গিয়েছিলেন কেরলে। সেখানে এক গানের প্রতিযোগিতায় নাম লেখান তিনি। মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার দাসের চক পাড়াতে থাকেন মাসাদুল। কাজের সূত্রে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তামিল-তেলেগু, উড়িয়া সমস্ত ভাষাই রপ্ত করে ফেলেছেন তিনি। বাঙালি ছেলের কন্ঠে সাবলীলভাবে মালায়লাম ভাষায় গান শুনে রীতিমত অবাক বিচারকেরা। পাশাপাশি ভিডিওটি সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে। মাসাদুল প্রশংসা কুড়িয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের।

মাসাদুলের গানের প্রতিভা দেখে তাঁর বন্ধুরা তাঁকে জোর করত সোশ্যাল মিডিয়ায় গান গেয়ে ভিডিও আপলোড করার জন্যে। সেই থেকেই তিনি জনপ্রিয় হয়ে ওঠেন সোশ্যাল মিডিয়ায়। সেই জনপ্রিয়তার কারণেই কেরলের ওই রিয়েলিটি শোতে অংশগ্রহণ করার আমন্ত্রণ আসে তাঁর কাছে। ভিডিওতে দেখা গিয়েছে মাসাদুলের সঙ্গে বিচারকেরাও গলা মিলিয়েছেন। ২৪ বছরের ওই পরিযায়ী শ্রমিক প্রমাণ করে দিয়েছেন কোন ভাষা শেখাই কঠিন কাজ নয়।

Back to top button