স্টার জলসার ( Star Jalsha ) নতুন ধারাবাহিক গৃহপ্রবেশ( Grihoprobesh )-এ শুভ ও জিনিয়ার সম্পর্কের জটিলতাই আজকের পর্বের মূল কেন্দ্রবিন্দু। শুভর পরামর্শে আদৃত জিনিয়ার কাছে ক্ষমা চেয়েছে, তবে জিনিয়া সেই ক্ষমাকে সহজভাবে নেয়নি। বরং, মেহেন্দি পরানোর আয়োজনের মাধ্যমে নতুন করে জটিলতা সৃষ্টি করেছে। আজকের পর্বে দেখা যাবে, শুভ জিনিয়ার অপমান সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে।
গৃহপ্রবেশ আজকের পর্ব ১১ ডিসেম্বর (Grihoprobesh Today Episode 11 December)
আজকের পর্বের শুরুতে দেখা যায়, আদৃত ফুল হাতে জিনিয়ার কাছে ক্ষমা চাইতে গিয়েছে। শুভর কথাতেই আদৃত তার ভুল বুঝতে পেরেছে, এবং সেই কথা জিনিয়ার সামনে স্বীকার করায় জিনিয়া রেগে যায়। এরপর মেহেন্দি অনুষ্ঠানের জন্য জিনিয়া শুভকে তাদের বাড়িতে আসতে বলে। শুভ সেই অনুরোধে রাজি হয়, তবে সেখানে গিয়ে ঘটে অপ্রত্যাশিত ঘটনা।
মেহেন্দি পরানোর সময় জিনিয়ার বন্ধুরা শুভকে কথার মাধ্যমে অপমান করতে থাকে। এমনকি জিনিয়াও শুভকে ছোট করার চেষ্টা করে। শুভ তার মনের কষ্ট চেপে রেখে জিনিয়ার মেহেন্দি পরিয়ে দেয়। কিন্তু শেষে জিনিয়া শুভকে অপমান করে টাকা দিতে যায়। এই ঘটনায় শুভ অত্যন্ত অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে।
শুভ বাড়িতে ফিরলে তার বাবা এবং বাড়ির অন্য সদস্যরা তার মন খারাপের কারণ বুঝতে চেষ্টা করে। কিন্তু শুভ কারো সঙ্গে নিজের কষ্ট ভাগ করে নিতে পারে না। তার মাথায় বারবার জিনিয়া এবং তার বন্ধুদের করা অপমান ভেসে ওঠে। শুভ মনে মনে ঠিক করে, এই অপমানের যোগ্য জবাব সে দেবে।
আরও পড়ুন: একটা সময় সেট থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল, আর আজ তিনিই বাংলা টেলিভিশনের জনপ্রিয় নায়িকা, স্বপ্নীলার অভিনয় যাত্রা চোখে জল আনবে আপনারও
পর্বের শেষ দৃশ্যে, গভীর রাতে শুভ ঘুমাতে না পেরে বাড়ির বাইরে যায়। সেখানে তার সামনে আদৃতকে দেখা যায়। আদৃতও জেগে রয়েছে এবং দ্বিধাগ্রস্ত যে তার সিদ্ধান্ত ঠিক ছিল কি না। আজকের এই ঘটনাগুলির পরে আদৃত-জিনিয়া-শুভের সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে, সেটাই আগামী পর্বে দেখার বিষয়।