ইশারায় করলেন মন জয়! ‘চিরসখা’র সেটে মূক অনুরাগীর সঙ্গে আবেগঘন মুহূর্ত অপরাজিতার! অভিনেত্রীর বিনয়ী ব্যবহারে আপ্লুত নেটিজেনরা

ছোটপর্দার অভিনেত্রী ‘অপরাজিতা ঘোষ দাস’ (Aparajita Ghosh Das) এর অভিনয় সবসময়ই দর্শকের কাছে এক আলাদা আবেগের নাম। দীর্ঘদিন পর ‘চিরসখা’ (Chiroshokha) ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় ফিরেছেন তিনি, আর ফিরে এসেই আবারও মুগ্ধ করেছেন তাঁর অসাধারণ অভিনয় ও ব্যক্তিত্ব দিয়ে। স্টার জলসার এই নতুন ধারাবাহিক তাঁকে দেখা যাচ্ছে কমলিনীর চরিত্রে, যেটি এক অনন্য সম্পর্কের গল্প নিয়ে এগোচ্ছে। এই ধারাবাহিকে অপরাজিতার সঙ্গে মুখ্য ভূমিকায় রয়েছেন সুদীপ মুখোপাধ্যায়।

ধারাবাহিকের শুরু থেকেই দর্শক দারুণভাবে গ্রহণ করেছেন এই জুটিকে। সম্প্রতি ‘চিরসখা’র সেটে ঘটে গেল এক মধুর মুহূর্ত, যা সমাজ মাধ্যমে দেখে চোখে জল আসছে অনেকের। ধারাবাহিকের সেটে অপরাজিতা দেখা পান তাঁর দুই অনুরাগীর, যারা দুজনেই মূক। তবে শব্দ না থাকলেও ভালোবাসা জানানোর ভাষা যে নির্ভেজাল ইশারাতেও সম্ভব, তা প্রমাণ করলেন তাঁরা। অপরাজিতার সঙ্গে সেই মুহূর্তে তাঁদের কথা না হলেও, ইশারায় ভালোলাগার কথা জানালেন তাঁরা।

আর অপরাজিতাও সেই ভালোবাসাকে সাদরে গ্রহণ করে, তাঁরাও যেন ইশারার ভাষাতেই জবাব দিলেন। ভিডিয়োতে ধরা পড়ে, এক জায়গায় অনুরাগীদের বার্তা ঠিকঠাক বুঝতে না পারলেও, তাদের কাছ থেকেই জেনে নিয়ে সুন্দরভাবে প্রতিক্রিয়া জানান অভিনেত্রী। শুধু তাই নয়, শেষমেশ তাঁদের আলতো জড়িয়ে ধরেও বিদায় জানান। সেই ছোট্ট আলিঙ্গনে মিশে থাকে এক অপার শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিকতা।

এমন মানবিক দৃশ্য দেখে অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন, যা স্পষ্ট নেটদুনিয়ার প্রতিক্রিয়ায়। সমাজ মাধ্যমে একাধিক নেটিজেন প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অপরাজিতাকে। কেউ বলেছেন, “ওদের মতো করে মিশে গিয়েছেন, একদম মাটির মানুষ।” কেউ বা লিখেছেন, “অভিনয় যেমন অনবদ্য, তেমনই ব্যবহারে অপূর্ব, একেবারে সম্পূর্ণা মানুষ।” আবার কেউ মন্তব্য করেছেন,

আরও পড়ুনঃ “ইন্ডাস্ট্রি তো মদ খেয়ে গাড়ি চালাতে বলেনি! অপরাধ ঢাকতে ইন্ডাস্ট্রিকে টানবেন না।”—ঠাকুরপুকুর কাণ্ডে মন্তব্য তৃণা সাহার!

“এরা-ই হলেন সত্যিকারের শিল্পী, দেখনদারি ছাড়াই হৃদয়ে জায়গা করে নেন।” এই ছোট্ট অথচ হৃদয়স্পর্শী ভিডিও যেন আবারও মনে করিয়ে দিল, জনপ্রিয়তা আর প্রতিভার সঙ্গে মানুষের ভদ্রতা ও মানবিকতাই তাঁকে সত্যিকারের মহান করে তোলে। অপরাজিতা ঘোষ দাস শুধু অভিনয়ে নয়, তাঁর আচরণ দিয়েও একবার প্রমাণ করলেন কেন তিনি এত বছর ধরে মানুষের ভালোবাসার শীর্ষে রয়েছেন।