দীপার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আদালতে সোনা! ‘নিম ফুলের’ গন্ধ এবার ‘অনুরাগের ছোঁয়াতে’! ‘বাবুউউর মা’ এবার রুডির মা! অরিজিতার আগমনে দ্বিগুণ উত্তেজনা অনুরাগে!

স্টার জলসার বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ১০০০ পর্ব পূরণ করতেই একের পর এক নতুন মোড় আসতেই থাকছে। একদিকে সোনা রুপার প্রতিদ্বন্দ্বিতা, সোনার হটাৎ বিয়ে করে নেওয়া এবং নববর্ষের দিনে দীপার বন্দুক চালিয়ে জামাইকে গুলি করা, সব মিলিয়েই এই ধারাবাহিক নিয়ে দর্শক মনে উত্তেজনা এখন চরমে। তবে অনুরাগের ছোঁয়া আবার ফিরেছে আরেক নতুন চমকে ভরা প্রোমো নিয়ে।

সম্প্রতি স্টার জলসার প্রকাশিত এই প্রোমোতে একাধিক নাটকীয় মোড় দেখা গেল যা দর্শকদের উত্তেজনার পারদ আরো বাড়াতে চলেছে নিঃসন্দেহে। একদিকে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে রুডি, অন্যদিকে দীপা পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল হেফাজতে। এই পরিস্থিতিতে ‘সূর্য’ যিনি সদ্য সেরে উঠেছেন, অনুরোধ জানাচ্ছেন তাঁর মেয়ে সোনাকে—মা দীপার বিরুদ্ধে যেন আদালতে সাক্ষ্য না দেয়।

ঠিক তখনই দৃশ্যে প্রবেশ এক নতুন চরিত্রের—রুডির মা, যাঁকে দেখে চমকে উঠেবেন অনেকেই। তিনি আর কেউ নন, প্রতিদ্বন্দ্বী চ্যানেলের আরেক জনপ্রিয় সুপারহিট মেগা ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) -র কৃষ্ণা, ‘বাবুর মা’ তথা অভিনেত্রী ‘অরিজিতা মুখোপাধ্যায়’ (Arijita Mukhopadhyay)। তাঁর আগমনেই গল্পে আসতে চলেছে নতুন মোড়। তাঁর চাহনি, সংলাপ ও উপস্থিতি দেখে বোঝাচ্ছে তিনি এখানেও নিজের বিস্তার করবেন, বরাবরের মতন রাগী এবং রাশভারী চরিত্র হতে চলেছে তাঁর।

তিনি এসে সোনাকে স্পষ্ট জানিয়ে দেন—রুডির এই পরিস্থিতির জন্য দায়ী দীপা, আর সেই কারণেই সোনার উচিত আদালতে সাক্ষ্য দিয়ে তাঁর স্বামীকে বিচার পাইয়ে দেয়া। তিনি সূর্যকেও বলেন, “আপনি যেমন মেয়ের বাবা, আমিও তেমনি ছেলের মা। আর আমার ছেলেকে খুনের চেষ্টা করেছেন আপনার স্ত্রী!” প্রথমে সোনা স্তম্ভিত হয়ে গেলেও, পরে দীপার বিরুদ্ধে সাক্ষ্য দিতে চলে যায় আদালতে। এই সিদ্ধান্তে কেঁপে উঠেছে দীপার অস্তিত্ব, ভেঙে পড়ছে মা-মেয়ের সম্পর্কের স্তম্ভ।

আরও পড়ুনঃ বিয়ের আসরে অপর্ণা, অন্যদিকে চোখে জল আর্যর! ‘চিরদিনই তুমি যে আমার’-এ ‘রাজনন্দিনী’-কে ঘিরে বাড়ছে রহস্য! এবার খলনায়ক হতে চলেছেন জিতু?

এই নতুন মোড় নিয়ে প্রশ্ন উঠছে—রুডির মা আদৌ ন্যায়ের পক্ষ? নাকি লুকিয়ে আছে তাঁরও কোনো গোপন উদ্দেশ্য? দীপার বন্দুকধারী হওয়ার পেছনে কি রয়েছে বড় কোনো চক্রান্ত? এবং সোনা—সে কি সত্যিই মায়ের বিরুদ্ধে সাক্ষ্য দেবে? এইসব প্রশ্নের উত্তর দেবে আসন্ন পর্ব, যেখানে শুধু প্রেম নয়, ঘৃণা, প্রতিশোধ আর রক্তের সম্পর্কের জটিলতা নিয়ে এগোচ্ছে গল্প। জানতে চোখ রাখতেই হবে স্টার জলসা’র অনুরাগের ছোঁয়ার নতুন পর্বে!

You cannot copy content of this page