টিআরপি বাড়ানোর চেষ্টা করেও প্রোডাকশন ধরে রাখতে পারল না? ‘তুঁতে’ ধারাবাহিকের অন্তিম পর্ব! কীভাবে শেষ হচ্ছে গল্প?

৫ই জুন থেকে শুরু হয়েছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘তুঁতে’ (Tunte)। এই ‘তুঁতে’তেই হোমডেলিভারি, হেঁশেল ছেড়ে কাপড় বুনতে শুরু করেছেন ‘খুকুমনি’। নতুন ধারাবাহিকে নতুন রূপে ফিরেছেন ‘খুকুমণি’। এতদিন রান্নায় তার হাতের জাদুতে মজেছিল দর্শক। এবার তার শিল্পী হাতের ছোঁয়ায় তৈরি হবে রঙবেরঙের নানানা শাড়ি, ডিজাইনার জামা কাপড়। স্টার জলসায় দ্বীপাণ্বিতা রক্ষিতের ধারাবাহিক ‘তুঁতে’ কাস্টিং-এর দিক থেকে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

যদিও শুরু হওয়ার পর টিআরপিতে তেমন স্কোর করতে পারেনি এই মেগা। সেই ৪+ এই পড়ে রয়েছে। কিন্তু ভালো কাস্টিং-এর জেরে বেশ জনপ্রিয়তা বেড়েছে ‘তুঁতে’র। গ্রামের মেয়ে তুঁতের স্বপ্ন নামী ফ্য়াশন ডিজাইনার হওয়ার। আর তারজন্যই সে শহরে আসে। কিন্তু আমরা আগেই দেখেছি, তুঁতে শহরে গিয়ে জানতে পারে, ফ্য়াশন ডিজাইনার নয় পরিচালিকার কাজ করার জন্য তুঁতের সৎ মা লাহিড়ি পরিবারের এক সদস্যের থেকে টাকা নিয়েছে।

টিআরপি বাড়াতে বিয়ের প্লট

লাহা বাড়িতে তুঁতের পরিচয় কেবলই পরিচারিকা। সেই পরিচালিকা থেকে তার স্বপ্ন পূরণের যে জার্নি, তাই ব্যক্ত হবে উক্ত ধারাবাহিকে। বর্তমানে যেসকল ধারাবাহিকে টিআরপি কম, সেগুলি খুব দ্রুত ইতির খাতায় চলে যায়, নয়তো স্লট পরিবর্তন হয়। যেমন, গাঁটছড়া, তোমার খোলা হাওয়া প্রভৃতি। আর তাই তুঁতের পরিচালকের মধ্যেও এই ভয় রয়েছে। কেমন ভাবে টিআরপি বাড়বে, সেই চেষ্টায় নেমেছে গোটা টিম। আর সেই টিআরপি বাড়াতেই গল্পে কিছুদিনের মধ্যে বিয়ের প্লট আনা হয়েছে। তুঁতের সঙ্গে রঙ্গনের বিয়ে দিয়ে গল্পে এক নতুন মোড় আনলেন লেখক।

bangla serial

ধারাবাহিকে খল নায়িকার এন্ট্রি

এবার টিআরপি বাড়াতে ‘তুঁতে’র টিম নিল আরও এক নয়া পদক্ষেপ। গল্পে ট্যুইস্ট আনতে এন্ট্রি নিল এক জনপ্রিয় অভিনেত্রী। তুঁতেকে টক্কর দিতে গল্পে প্রিয়াঙ্কার চরিত্রে এন্ট্রি নিল মিশমি দাস। ধারাবাহিকে প্রায় খলনায়িকা হিসাবেই দেখা যায় অভিনেত্রীকে। ‘রাজযোটক’ সিরিয়ালের হাত ধরে ছোটপর্দায় পা রেখেছিলেন তিনি। সেখানে তিনি নায়িকা ছিলেন। কিন্তু ধীরে ধীরে খলনায়িকা হিসাবেই পরিচিত হয়েছেন মিশমি। এবার গল্পে আসবে প্রিয়াঙ্কা ও রঙ্গনের বিবাহ পর্ব। আর সেখানেই আসবে ট্যুইস্ট।

দর্শকদের জন্য খারাপ খবর

তুঁতে যাতে বন্ধ না হয়, তাই প্রোডাকশন উঠেপড়ে লেগেছে গল্পে একের পর এক ট্যুইস্ট আনার। প্রথমে পরিস্থিতির চাপে পড়ে হঠাৎ রঙ্গন ও তুঁতের বিয়ে, তারপরই গল্পে খল নায়িকার এন্ট্রি। বোঝাই যাচ্ছে, গল্পে আসবে আবারও বড় ট্যুইস্ট। কিন্তু এরপর ধারাবাহিক এখনই বন্ধ না হলেও সাতটার সময় পরিবর্তন হবে বলে শোনা যাচ্ছে। আর তুঁতের সময়ে আসবে নতুন সিরিয়াল ওম সাহানি ও মৌমিতা সরকারের জুটির হাত ধরে আসছে নয়া ধারাবাহিক ‘লাভ বিয়ে আজকাল’। এদিকে অন্য সময় যাওয়া মানেই খুব শীঘ্রই শেষ হবে তুঁতে। তাই বেশ চিন্তায় ‘তুঁতে’র ধর্ষকেরা।

You cannot copy content of this page