বর্তমানে জি বাংলায় নতুন শুরু হওয়া ধারাবাহিকগুলির মধ্যে খুব তাড়াতাড়ি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছে লালকুঠি। রহস্যে রোমাঞ্চে ভরা এই ধারাবাহিক শুরুর দিন থেকেই জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের মধ্যে। বিশেষ করে সেই দর্শকরা এর একনিষ্ঠ ভক্ত যারা রহস্য দেখতে বা খুঁজতে ভালোবাসে।

তবে এই ধারাবাহিকে জনপ্রিয়তার আরেকটি কারণ হলো রাহুল অরুণোদয় ব্যানার্জি এবং রুকমা রায়ের জুটি। এর আগে দেশের মাটি ধারাবাহিকের মধ্য দিয়ে এই দুটি বহুল প্রশংসা লাভ করেছিল দর্শকদের থেকে। কেউ কেউ তো বলতে শুরু করে যে এই দুই তারকা হয়তো বাস্তবেও প্রেম করছেন। মাঝখানে দুজনকে নিয়ে ব্যাপক জল ঘোলা হয়েছিল। তারপরেই দুজন আবার একসঙ্গে জুটি বেঁধে এই ধারাবাহিকে এলেন। তাই দর্শকদের আগ্রহ যে থাকবে সেটা বলাই বাহুল্য।

টিআরপিতেও মোটামুটি ভালো ফলাফল করছে লালকুঠি। এই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা ঋতজিৎ চট্টোপাধ্যায়। ঋতজিৎ দস্তিদার বাড়ির বড় ছেলে শৌর্যর ভূমিকায় অভিনয় করছেন।

ঋতজিৎ এর আগেও অভিনয় করেছেন এবং বিশেষ করে মেয়েদের মধ্যে বেশ জনপ্রিয়। কিন্তু এবার এই অভিনেতাকে হতে হলো চরম কটাক্ষের শিকার।

আসলে পরশু’র এপিসোডে একটা ভুল কথা বলে ফেলেছেন ঋতজিৎ। সেটা আবার টেলিকাস্ট করা হয়ে গেছে। সেখানে তিনি বিক্রম দস্তিদারের বদলে রাহুল দস্তিদার বলে ফেলেছেন।

এ নিয়ে নেট দুনিয়ায় চরম কটাক্ষ শুরু হয়েছে। অনেকেই বলছে ধারাবাহিক নির্মাতারা এই ভুলটা এড়িয়ে গেল কীভাবে? আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন ঋতজিতের অভিনয় দক্ষতাকে নিয়ে।






“কালো শাড়ি পরা মেয়েটা একদম হি’জ’ড়া!” বন্ধুকে তীব্র অপমান নেটিজেনদের “অর্জুনকেও ‘বৃহন্নলা’ সাজতে হয়েছিল, মহাভারতের ইতিহাস ভুলে যাবেন না!” কটা’ক্ষকারীদের আয়না দেখালেন অভিনেত্রী এলফিনা মুখার্জি!