‘কার কাছে কই মনের কথা’-র পর ছোটপর্দায় ফিরছেন মানালি দে! কোন ধারাবাহিকে ফিরছেন তিনি?

টেলিভিশন (Television) পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মানালি দে (Manali Dey)। একাধিক ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করে দর্শক মন দখল করেছেন তিনি। টেলিভিশন পর্দা ছাপিয়ে অভিনেত্রী কাজ করেছেন সিনেমা ও ওয়েব পর্দা তেও। আর এবার দর্শকদের চমকে দিয়ে অভিনেত্রী ফিরছেন জনপ্রিয় চ্যানেলের নতুন কাজ নিয়ে। ‌

কোন ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী মানালি দে?

জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ সিরিয়ালে শেষবারের জন্য দেখা গিয়েছিল মানালি দে কে। ‌জি বাংলার এই সিরিয়ালে দক্ষতার সঙ্গে অভিনয় করে দারুন জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী। ‌দীর্ঘদিন ধরেই টেলিভিশন পর্দায় তাঁর অভিনয় সকলের মন জয় করে নিয়েছে। তাই ‘কার কাছে কই মনের কথা’ শেষ হতে মন খারাপ হয়েছিল মানালি অনুরাগী দের। ‌

entertainment

জি বাংলার এই ধারাবাহিকটি ছিল অন্যান্য সব ধারাবাহিকের থেকে একেবারেই আলাদা। আর সেই ধারাবাহিকে শিমুলের চরিত্রটি বাংলার ঘরের মেয়ে হয়ে উঠেছিল। এর আগে মানালি অভিনীত ‘মৌরী’ চরিত্রটির প্রশংসা এখনো ঘোরে মানুষের মুখে মুখে। সাম্প্রতিক শিমুলের চরিত্রে একেবারেই অন্যভাবে ধরা দিয়েছিলেন মানালি।

তবে, ‘কার কাছে কই মনের কথা’ শেষ হতে নতুন কোন কাজের ঘোষণা করেন নি মানালি। কয়েক দিনের জন্য তিনি টেলিভিশন পর্দা থেকে কিছুটা দূরেই ছিলেন। কিছুটা বিরতিতে ছিলেন অভিনেত্রী। তবে এবার তিনি ফিরছেন টেলিভিশনে। ‌তবে হ্যাঁ, কোন নতুন ধারাবাহিকে নয়। ‌সান বাংলার একটি অনুষ্ঠানে দেখা যাবে মানালিকে।

আরও পড়ুনঃ জানাই গেল না! চুপিচুপি বিয়ের সারলেন ইচ্ছে পুতুলের জিষ্ণু অর্থাৎ অভিনেতা শমীক চক্রবর্তী

সম্প্রতি সান বাংলার তরফে একটি প্রোমো প্রকাশ করা হয়েছে। সান বাংলার পর্দায় ‘প্রাণের উৎসব’ অনুষ্ঠানে নৃত্য প্রদর্শন করতে দেখা যাবে মানালি কে। ১ ডিসেম্বর ২০২৪ তারিখে সম্প্রচারিত হবে এই অনুষ্ঠানটি। আর সেই অনুষ্ঠানে মঞ্চ মাতাতে আসবেন অভিনেত্রী।