অবশেষে মোহনার পর্দা ফাঁস, প্ল্যান করে সত্যিটা জানল আদৃত!

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh) প্রতিদিনই দর্শকদের চমকে দিচ্ছে নয়া টুইস্টে। একদিকে শুভ আর আদৃতের আলাদা হয়ে যাওয়া, অন্যদিকে মোহনার চাল—সব মিলিয়ে নাটক জমে উঠেছে দারুণভাবে। শুভর ফিরে আসা, আদৃতের সন্দেহ, আর মোহনার বদলে যাওয়া রূপ—এই ত্রিকোণ জটেই জমে উঠেছে গল্প। এখন প্রশ্ন একটাই—মোহনার প্রেগনেন্সি কি সত্যিই সত্যি, না কি এর পিছনেও আছে এক মারাত্মক ষড়যন্ত্র?

সম্প্রতি গল্পের শুরুতেই দেখা যায়, ঠাম্মির সামনে অভিনয় চালিয়ে যাচ্ছে মোহনা। ঠাম্মিকে ‘হেলথ ড্রিঙ্কস’ দিয়ে প্রভাবিত করার চেষ্টা করলেও, ঠাম্মি তাকে তাড়িয়ে দেয় ঘর থেকে। তিনি স্পষ্ট জানান, এই বাড়ির বউ একমাত্র শুভলক্ষ্মী, মোহনাকে তিনি কোনোভাবেই গ্রহণ করেন না। এই কথায় অপমানিত মোহনা আবার প্রতিশোধের ছক কষে। অন্যদিকে শুভ ঠিক করে ফেলেছে—সে সত্যি জানবে, কিন্তু কোনও তাড়াহুড়ো নয়।

শুভর আচরণে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করে আদৃত। শুভকে অসুস্থ দেখে আদৃত উদ্বিগ্ন হয়ে পড়ে। অন্যদিকে, শুভ যখন কেশবের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছে, তখন আদৃতের মনে বাড়তে থাকে সন্দেহ—লাকি আর কেশবের এমন ঘনিষ্ঠতা কি শুধুই কাকতালীয়? এর মধ্যেই মোহনার আচরণও চোখে পড়ে আদৃতের। পুরনো মোহনা আর বর্তমান মোহনার মধ্যে ফারাক পরিষ্কার বোঝা যায়। আদৃত ভাবে, তবে কি মোহনা মিথ্যে প্রেগনেন্সির গল্প সাজিয়ে তাকে ফাঁসাতে চাইছে?

মোহনার বান্ধবী দময়ন্তীর কাছ থেকেই সব সত্যি জানার চেষ্টা করছে শুভ। কারণ তার মনেও সন্দেহ—যে রাতে মোহনার কথিত গর্ভধারণ হয়েছে, সেই রাতে আদৃতের মনে নেই এমন কোনও ঘটনা। তাই শুভ সিদ্ধান্ত নেয় দময়ন্তীর কাছেই পৌঁছাবে। কিন্তু সেই চেম্বারে পৌঁছে শুভ ধরা পড়ে যায় মোহনার চোখে। এখান থেকেই আরও জটিল হতে চলেছে কাহিনি।

আরও পড়ুনঃ “ক্লাস নাইনে পড়ত, তখন থেকেই প্রেম”— কচি ব‌উ শ্রীময়ীর জন্মদিনের শুভেচ্ছা পোস্টেই বিপত্তি পৌঢ় কাঞ্চনের! শ্রীময়ীকে নিয়ে কাঞ্চনের স্বীকারোক্তিতে ফুঁসে উঠলো নেটপাড়া! প্রশ্ন উঠছে— ‘আগের বিয়ে দুটো কি টাইম পাস ছিলো? আরও কত মেয়ের জীবন নষ্ট করেছেন? লম্পট একটা!’

অবশেষে আদৃত নিশ্চিত হতে শুরু করে যে মোহনার কথিত প্রেগনেন্সির পেছনে সত্যিই বড় কোনও মিথ্যে লুকিয়ে রয়েছে। শুভও নিশ্চিত, দময়ন্তীর চেম্বারে যাওয়ার কারণই মোহনার ষড়যন্ত্রের অংশ। আদৃত এবার আর দেরি করতে চায় না, সে ডাক্তারের থেকে সব তথ্য জানার প্রস্তুতি নিচ্ছে। এভাবেই ‘গৃহপ্রবেশ’-এর কাহিনিতে এক বড়সড় সত্যি ফাঁস হতে চলেছে, যা পালটে দেবে পুরো গল্পের মোড়।