“তোমাকে আমি বিদায় দেবো না বরং তুমি আমার সঙ্গেই রয়ে যাবে…” সমাজ মাধ্যমে অহনার আবেগঘন বার্তা! ‘অনুরাগের ছোঁয়া’ শেষ হতে না হতেই, কাকে বিদায় জানালেন অভিনেত্রী?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধরেই বাংলা দর্শকের সঙ্গে এক বিশেষ সম্পর্ক তৈরি করে রেখেছিল। গল্পের প্রধান চরিত্র, সূর্য-দীপার জুটির পাশাপাশি আরও একটি মুখ সবসময় আলোচনায় থেকেছে, তিনি হলেন মিশকা (Mishka)। ধারাবাহিকে খলনায়িকা হলেও চরিত্রটির উপস্থিতি গল্পকে অন্যরকম গতি দিত। ধূর্ততা, বুদ্ধি আর কৌশলের মিশেলে এই চরিত্র এমনভাবে তৈরি হয়েছিল যে তাকে ছাড়া গল্পের আকর্ষণই যেন অসম্পূর্ণ মনে হতো!

এই চরিত্রে অহনা দত্ত (Ahona Dutta) প্রথমবার ছোট পর্দায় অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন। মিশকার চালচলন, মুখভঙ্গি আর অভিনয়ের সূক্ষ্মতা অনেকেই উপভোগ করতেন আবার বিরক্তও হতেন, যা আসলে চরিত্রটিকে আরও জীবন্ত করে তুলেছিল। এমন জটিল চরিত্র প্রথম কাজেই ধরে রাখতে পারা তাঁর জন্য বড় সাফল্য ছিল। এটা বললে ভুল হবে না যে, মিশকা প্রাণ ছিল ধারাবাহিকের। তবে যতোটা গভীরভাবে তিনি মিশকাকে ফুটিয়ে তুলেছিলেন।

ঠিক ততটাই ব্যক্তিগত জীবনের কারণে চলতি বছরের শুরুতেই চরিত্রটি ছেড়ে দিতে হয়েছিল তাঁকে। মাতৃত্বের কারণে শুটিং থেকে সরে দাঁড়ানো তাঁর জন্য সহজ ছিল না, কারণ চরিত্রটি তাঁর নিজের সঙ্গেই মিশে গিয়েছিল। তবুও ধারাবাহিক এগিয়ে গেছে আর মিশকা রয়ে গেছে গল্পের কেন্দ্রে। ধারাবাহিকের হাজার পর্ব পেরোনোর পরও জনপ্রিয়তায় ভাটা পড়েনি। এই ১ ডিসেম্বর ধারাবাহিকটি শেষ হতেই, অহনা নিজের অনুভূতি সামলাতে পারেননি।

তাই সামাজিক মাধ্যমে মিশকাকে উদ্দেশ্য করে তিনি আবেগঘন কিছু কথা লিখলেন, “মিশকা (লাল হৃদয়ের ইমোজি), জানিনা এই নামটার পাশে এই লাল রঙের ইমোজিটা মানায় কি না। তবে, আমি মিশকাকে এই চার বছরে ভালোবেসে ফেলেছি! তোমাকে আমি বিদায় দেবো না বরং তুমি আমার সাথে রয়ে যাবে আমার প্রথম চরিত্র হয়ে…আমার প্রথম পরিচিতি হয়ে এবং অনেক বড় শিক্ষা হয়ে!” তাঁর এই স্বীকারোক্তি বুঝিয়ে দেয় কীভাবে চরিত্রটি তাঁর ব্যক্তিগত জীবনের অংশ হয়ে উঠেছিল।

আরও পড়ুনঃ “আমি কি নিজের রে’প হওয়া পর্যন্ত অপেক্ষা করতাম?” “অবাঙালি হয়েও, বাঙালি মহিলাদের জাত তুলে নোংরা কথা বলেছে! ভবিষ্যতেও যদি এমন হয়, প্রতিবাদ করব!” বিতর্ক উড়িয়ে নিজ অবস্থানে অনড় সুদীপা, ক্যাব-অভিজ্ঞতা ঘিরে তুমুল কটাক্ষ! তাঁর অভিজ্ঞতার বর্ণনায় শিহরিত নেটপাড়া!

পোস্টের শেষাংশে তিনি ধারাবাহিকের পুরো দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, “মিশকাকে উপহার দেওয়ার জন্য ধারাবাহিকের পর্দার পেছনের সবাইকে ধন্যবাদ জানাই।” পাশাপাশি তিনি মিশকার বিভিন্ন ছদ্মবেশের কিছু ছবি শেয়ার করেছেন, যেন বিদায়ের মুহূর্তেও চরিত্রটির স্মৃতিগুলো ধরে রাখা যায়। দর্শকদের জন্য যেমন মিশকা ছিল স্মরণীয় এক খলনায়িকা, অহনার কাছে তেমনই ছিল এটি তাঁর প্রথম বড় পরিচয়, যা তাকে দীর্ঘদিন সঙ্গ দেবে।