দারুণ খবর! অনিন্দিতা ও সুদীপের জীবনে এলো নতুন অতিথি! সুখবর দিলেন অভিনেত্রী

বাংলা টেলিভিশনের জনপ্রিয় দম্পতি অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী ও সুদীপ সরকার। বর্তমানে তিনি তেঁতুলপাতা ধারাবাহিকে অঞ্জলির চরিত্রে অভিনয় করছেন। অনিন্দিতা রায়চৌধুরী বাংলা টেলিভিশনের একজন সুপরিচিত অভিনেত্রী। তাঁর অভিনীত উল্লেখযোগ্য ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে ‘তেঁতুলপাতা’, ‘দেশের মাটি’ এবং ‘এক্কা-দোক্কা’। তাঁর অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্বের জন্য তিনি দর্শকদের মধ্যে বিশেষ পরিচিতি অর্জন করেছেন।

সুদীপ সরকারও বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেতা। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘দেশের মাটি’ এবং ‘এক্কা-দোক্কা’। তাঁর সঙ্গে অনিন্দিতার সম্পর্ক ও পারফরম্যান্স দর্শকদের মধ্যে বিশেষ প্রশংসা পেয়েছে। সম্প্রতি জি বাংলার জনপ্রিয় ‘ফুলকি’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন তিনি।

সম্প্রতি মাতৃত্বের সুখবর দিয়েছেন। তিনি এবং তাঁর স্বামী সুদীপ সরকার জানিয়েছেন, তাঁদের প্রথম সন্তান মার্চ ২০২৫-এ তাঁদের জীবনে আসবে। মার্চে সন্তানের আগমনের পরও তিনি শুটিং চালিয়ে যাচ্ছেন, যা তাঁর পেশাদারিত্বের প্রমাণ। অনিন্দিতা ও সুদীপ ২০২২ সালের ২৬ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিন বছর পর, তাঁদের বিবাহবার্ষিকীর প্রাক্কালে এই সুখবরটি শেয়ার করেছেন তাঁরা। সন্তানের আগমনের খবরে পরিবার ও বন্ধুদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী নতুন সদস্যকে নিয়ে। না এখনই তার সন্তান ভূমিষ্ট হয়নি। বরং একটি সারমেয়কে নিয়ে ছবি পোস্ট করেছেন তিনি। এই ছবি সমাজমাধ্যমে আসার পরই ভক্তদের প্রশ্ন এই সারমেয়টি কার?

আরও পড়ুনঃ অগ্নির প্ল্যানে জব্দ কথা! বিয়ের পিঁড়িতে বসতে চলেছে অগ্নি, কী হতে চলেছে ‘কথা’তে? আসছে জমজমাট পর্ব

সন্তান আসার খবরে অনিন্দিতা তাঁর বেবি বাম্পের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। সাদা প্রিন্টেড শর্ট ড্রেসে তাঁর বেবি বাম্প স্পষ্টভাবে দেখা যাচ্ছে, যা তাঁর মাতৃত্বকালীন জেল্লা ও উচ্ছ্বাসকে ফুটিয়ে তুলেছে। এবার এই সারমেয় সদস্যকে পাশে নিয়ে তার জেল্লা যেন আরও বেড়েছে। জানা গেছে সারমেয়টি তার নিজের নয় বরং তার আর এক অভিনেত্রী বন্ধু আভেরি সিংহ রায়ের।

You cannot copy content of this page