তোলপাড় কাণ্ড ‘মিঠিঝোরা’য় (Mithijhora)। শুরু থেকেই দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক। টিআরপিতেও (Trp) প্রতি সপ্তাহে ছক্কা হাঁকায় এই মেগা। সিরিয়ালে রাই-অনির্বাণের কবে মিল হবে এই প্রশ্ন উঠে এসেছিল কিছুদিন আগে। বর্তমানে জল্পনা অনির্বাণকে ডিভোর্স দিয়ে নতুন জীবন শুরু করবে রাইপূর্ণা?
ইতিপূর্বে সমাজমাধ্যমে রাইকে অনির্বাণের কাছে ফিরে যেতে বারণ করেছিলেন দর্শকের একাংশ। এবার গল্পের মোড় ঘুরছে অন্যদিকে। দু’জনের সম্পর্কের হালকা মেরামতির পরই ফের তাদের মাঝে হাজির তৃতীয় ব্যক্তি। রাই-অনির্বাণের মাঝে এসে হাজির কোয়েল! অনির্বাণের প্রাক্তন স্ত্রী।
অনির্বাণের ঘোর আপত্তি সত্ত্বেও রাইয়ের অনুমতি নিয়ে কোয়েল এখন মেয়েকে নিয়ে রাই ও অনির্বাণের সংসারেই থাকছে। কোয়েলকে তাঁর সন্তান নিয়ে একা ছাড়তে নারাজ রাই। খাল কেটে কুমির এনেছে রাই। কারণ রাইয়ের ভালমানুষির সুযোগ নিয়ে তার সংসারেই আগুন ধরাতে চাইছে কোয়েল। তবে কোয়েলের শয়তানি আঁচ পেয়েছে রাই। ছল করে অনির্বাণকে বশে আনতে চেয়েছে সে। তাই মেয়েকে ঢাল বানিয়েছে সে।
আরও পড়ুনঃ বিয়ের এক বছর পেরোতেই শ্বশুরবাড়িতে চোখে জল সোহিনীর! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য!
একের পর এক নয়া সমস্যা হয়ে চলছে রাইয়ের জীবনে। কোয়েলকে নিয়ে মাঝেমধ্যেই সন্দেহের তির আসে রাইয়ের মনে। এবার অনির্বাণও খানিক দুর্বল হয়ে পড়েছে প্রাক্তন স্ত্রীর প্রতি। তাই এবার অনির্বাণকে নিয়ে কটাক্ষ শুরু হয়েছে নেটদুনিয়ায়।
এক নেটিজেন লিখছেন, দুশ্চরিত্র অনির্বাণ। রাইয়ের মতো একজনকে স্ত্রী হিসেবে পেয়েও, কোয়েলের সঙ্গে ফস্টিনস্টি করে চলেছে। নেটদুনিয়ায় চরিত্র নিয়ে তীব্র কটাক্ষ অনির্বাণের।