দারুন সুখবর! ছোটপর্দায় জমজমাট কামব্যাক ‘অঞ্জনা বসু’র! ‘বধূবরণ’-এর ‘ইন্দিরা’ ফের ফিরছেন দাপুটে চরিত্রে!

‘বধূবরণ’ (Bodhuboron) ধারাবাহিকে ‘ইন্দিরা’ (Indira Chowdhury) ওরফে ‘মণি মা’ চরিত্রে যিনি দর্শকমনে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন, সেই ‘অঞ্জনা বসু’ই (Anjana Basu) আবার নতুন রূপে ফিরছেন ছোটপর্দায়। এবার এক মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। গল্পে তার দুই ছেলের ভূমিকায় থাকছেন অভিনেতা ‘সায়ন মুখার্জি’ (Shayan Mukherjee) ‘আর্য দাসগুপ্ত’ (Arya Dasgupta)। অন্যদিকে, নায়িকার চরিত্রে থাকছেন তরুণী অভিনেত্রী ‘তানিষ্কা তিওয়ারি’ (Tanishka Tiwari)

পর্দায় মা কিংবা শাশুড়ির মতো চরিত্রে অঞ্জনা বসুর সাবলীল অভিনয় বহুবার প্রশংসিত হয়েছে। ‘বিজয়িনী’, ‘গানের ওপারে’, ‘মন মানে না’, ‘পিলু’র মতো ধারাবাহিকে তার উপস্থিতি আজও দর্শকের স্মৃতিতে টাটকা। বড় পর্দা থেকে ছোটপর্দা—দুই ক্ষেত্রেই তার দাপুটে অভিনয় নজর কেড়েছে। সেই ধারাবাহিকতাতেই আবারও ফিরছেন তিনি নতুন ধারার গল্প নিয়ে। কিন্তু কোথায়, নিশ্চই জানতে ইচ্ছা করছে?

 

Anjana Basu, Tollywood, Bengali Actress, Television, Entertainment, অঞ্জনা বসু, টলিউডজি বাংলার পর্দায় আসতে চলেছে এক নতুন ধারাবাহিক, যেখানে মা ও দুই ছেলের জটিল সম্পর্কের সমীকরণকে ঘিরে গড়ে উঠবে গল্প। তবে শুধুই পারিবারিক টানাপোড়েন নয়, সেই সঙ্গে থাকবে ত্রিকোণ প্রেমের আকর্ষণীয় ছোঁয়াও। ‘অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে তৈরি হওয়া এই নতুন মেগাতেই ফিরছেন সকলের চেনা মুখ—অভিনেত্রী অঞ্জনা বসু। এখানেও তিনি এক আদর্শ মায়ের চরিত্রে অভিনয় করবেন।

নতুন ধারাবাহিকের নাম এখনও পর্যন্ত প্রকাশ্যে না এলেও, চিত্রনাট্য এবং কাস্টিং ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ধারাবাহিকটি কবে থেকে সম্প্রচার শুরু হবে তা নিয়েও চ্যানেল কর্তৃপক্ষের তরফে খুব শীঘ্রই ঘোষণা আসতে পারে। খুব শীঘ্রই চ্যানেল কর্তৃপক্ষ প্রোমো প্রকাশ্যে আনার প্রস্তুতি নিচ্ছেন। এই খবর প্রকাশ্যে আসতেই দর্শকমহলে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে!

আরও পড়ুনঃ কন্যা সন্তান আসতেই মা লক্ষ্মীর কৃপা! ধারাবাহিক থেকে সরাসরি বলিউডে পা রাখলেন অনিন্দিতা রায়চৌধুরী! দেখা যাবে কোথায়?

দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতা আর চরিত্রে মিশে যাওয়ার দক্ষতা নিয়ে অঞ্জনা বসুর এই নতুন ইনিংস নিয়ে দর্শকদের কৌতূহল এখন তুঙ্গে। এবার দেখার, এই নতুন ধারাবাহিকে তার অভিনয় কতটা মন জয় করে নিতে পারে বাংলা সিরিয়ালপ্রেমীদের। আপনাদের অঞ্জনা বসুর অভিনয় কেমন লাগে? ওনার কোন চরিত্র আপনাদের প্রিয়? জানতে ভুলবেনা কিন্তু!