২৩ অক্টোবর থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা! বন্ধ হচ্ছে স্টার জলসার আরও এক সিরিয়াল

স্টার জলসায় (Star Jalsha) সম্প্রতি কিছুদিন পরপরই নতুন নতুন ধারাবাহিক এসেছে। এরমধ্যে ছিল, ‘লাভ বিয়ে আজকাল’ (Love Biye aajkal), তোমাদের রানী’ (Tomader Rani), ‘জল থই থই ভালোবাসা’ (Jol Thoi thoi Bhalobasa)। অপেক্ষায় রয়েছে আরও দুটি নতুন ধারাবাহিক। যার মধ্যে একটি হল ‘তুমি আসে পাশে থাকলে’ (Tumi Ashe Pashe Thakle)। বর্তমানে স্টার তাদের টিআরপি যুক্ত ধারাবাহিকগুলো সম্প্রচারিত করছে, বদলে কম টিআরপিযুক্ত ধারাবাহিক বন্ধ করে দিচ্ছে।

কম টিআরপি যুক্ত ধারাবাহিকের বদলে আসছে নতুন নতুন সিরিয়াল। তবে স্টার জলসার কিছু ধারাবাহিকের টিআরপি কম থাকলেও গল্পগুলো বেশ চমকদার। এরমধ্যে একটি হল স্টার জলসার ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ (Kamala O Sreeman Prithwiraj)। ধারাবাহিকটি দর্শকদের মনে ব্যাপক জায়গা নিয়েছে। ধারাবাহিকটি সোম থেকে রবি সাড়ে ৬টায় সম্প্রচারিত হয়। এক্রোপলিশ প্রোডাকশনের এই ধারাবাহিক স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে তৈরী হয়েছে।

ধারাবাহিকটি সেসময়ের সমাজব্যবস্থা, নারীদের সাথে অবিচার, কু-প্রথাকে নিয়েই তৈরী। তবে সেই কু-সংস্কারকে সরিয়ে কমলা ও মানিকের দুষ্টু-মিষ্টি প্রেম কাহিনী দর্শকদের নজর কেড়েছে। ধারাবাহিকের গল্প খুবই সুন্দর, তবুও টিআরপিতে তেমন স্কোর করতে পারেনি এই মেগা। আর তাই ধারাবাহিকটি গত কিছু সপ্তাহে একটাই ফিক্সড টিআরপি দিয়ে চলেছে।

ধারাবাহিকের এতো কম টিআরপির জেরে এক্রোপলিশের সঙ্গে চ্যানেলের একটি চুক্তি হয়েছে। চ্যানেল চায় ধারাবাহিকের টিআরপি বাড়াতে। আর তাই চ্যানেল প্রোডাকশনকে টাইম লিপের কথা বলেছে। আমরা দেখেছি, অনেক ধারাবাহিকে টাইম লিপ এলে টিআরপি বেড়ে যায়। তবে প্রোডাকশন জানিয়েছে, এতো তাড়াতাড়ি টাইম লিপ নেওয়া সম্ভব নয়।

টিআরপি কম থাকলে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’ বন্ধ হয়ে যেতে পারে এবং তার বদলে আসবে নতুন ধারাবাহিকে। তবে সেটা ‘তুমি আসে পাশে থাকলে’ সিরিয়াল নয়, সাড়ে ৬ টার স্লটে আসবে সোনামনি সাহার আসন্ন ঐতিহাসিক প্লটের উপর ধারাবাহিকটি। শোনা যাচ্ছে, অক্টবরের শেষে আসবে এই ধারাবাহিক। যদিও সেসময় পরিস্থিতির উপর সিদ্ধান্ত নেওয়া হবে আদোও কোন স্লটে আসবে নতুন মেগা।