শুটিং সেটে গুরুতর আহত ‘স্বস্তিকা ঘোষ’ ওরফে দীপা! কী হল ‘অনুরাগের ছোঁয়া’র নায়িকার সঙ্গে? ১০০০ পর্বের আগেই এলো খারাপ খবর!

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ‘স্বস্তিকা ঘোষ’ (Swastika Ghosh) ওরফে দীপা, যিনি এখন ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। তার অভিনয় দক্ষতা ও চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা তাকে দ্রুত জনপ্রিয়তার শিখরে নিয়ে গেছে। তবে এই ধারাবাহিকই তার প্রথম কাজ নয়। ‘দত্ত অ্যান্ড বউমা’ এবং ‘সরস্বতীর প্রেম’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে আগেই নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন তিনি।

কিন্তু ‘অনুরাগের ছোঁয়া’ তার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এই ধারাবাহিকে দীপার চরিত্র একজন সংগ্রামী নারীর গল্প বলে, যার জীবনে প্রেম, আত্মসম্মান ও লড়াই একসঙ্গে জড়িয়ে আছে। বাস্তব জীবনেও স্বস্তিকা কঠোর পরিশ্রম ও দায়িত্বশীলতার উদাহরণ রেখেছেন। সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনাই তার প্রমাণ। আগামী কয়েক দিনের মধ্যেই ধারাবাহিকটি ১০০০ পর্ব পূর্ণ করতে চলেছে, যা স্বস্তিকার জন্য অত্যন্ত গর্বের বিষয়। তবে এই বিশেষ মুহূর্তের আগেই ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।

গত বৃহস্পতিবার একটি মঞ্চানুষ্ঠানে অংশ নিতে মেদিনীপুর গিয়েছিলেন স্বস্তিকা। ভিড়ের মধ্যে উন্মাদনা এতটাই ছিল যে তিনি উত্তেজিত হয়ে পারফরম্যান্সের জন্য মঞ্চে উঠতে যান। তখনই আচমকা একটি ধাক্কা লাগে তার মাথায়। শুরুতে তিনি বিষয়টি বিশেষ গুরুত্ব দেননি। দর্শকদের ভালোবাসা আর পারফরম্যান্সের আবেগে তিনি ব্যথা ভুলে যান এবং অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে বিশ্রাম নেন।

কিন্তু পরের দিন সকালেই শুরু হয় আসল সমস্যা।শুক্রবার সকালে ঘুম থেকে উঠে মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করেন স্বস্তিকা। শরীরেও অস্বস্তি শুরু হয়, কিন্তু শুটিংয়ের দায়িত্ব মাথায় রেখে তিনি তৈরি হয়ে সেটে পৌঁছে যান। প্রথম দিকে সবকিছু ঠিকঠাক থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যা বাড়তে থাকে। মাথার যন্ত্রণা ধীরে ধীরে কাঁধেও ছড়িয়ে পড়ে, এমনকি সংলাপ বলতে গিয়েও অসুবিধা হতে থাকে।

আরও পড়ুনঃ একদিকে রোশনাইয়ের অপারেশন! আর গরিমার ‘পুলিশ কেস’ হুমকি, আরণ্যক দুলছে পেন্ডুলামের মতন! ‘বিরক্তিকর গল্প’ রোশনাই শেষের দাবি দর্শকদের

তবে পেশাদার অভিনেত্রী হিসেবে স্বস্তিকা জানেন, “শো মাস্ট গো অন।” তাই কষ্ট থাকা সত্ত্বেও শুটিং চালিয়ে যান। তবে তার শরীরের অবস্থা দেখে ইউনিটের বাকিরা তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। এখন তিনি কিছুটা সুস্থ, তবে চিকিৎসকদের পরামর্শে আপাতত বিশ্রাম নিচ্ছেন। তার অনুরাগীরা প্রিয় অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন, যাতে তিনি আবার আগের মতো প্রাণবন্ত দীপা হয়ে দর্শকদের সামনে আসতে পারেন।