“দীপা কোনো অপরাধ করেনি!”—অনুরাগের ছোঁয়া’র বৈশাখী পর্বে ‘দীপা’র রক্তস্নান! পর্দার অসুর দমনকারী দীপার সঙ্গে কতটুকু মিল স্বস্তিকার? বাস্তব জীবনের সূর্য‌ই বা কে জানেন?

তিন বছরের পর সেই বিশেষ দিনেই নতুন মোড় ঘুরে আসছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) তে। দীপার চরিত্র, যা শুরু থেকেই তার পরিবারের জন্য, নিজের সন্তানকে রক্ষা করতে যে কোনও পরিস্থিতি মেনে নিতে প্রস্তুত, এবার দর্শকরা পয়লা বৈশাখের পর্বে ‘দীপা’ (Swastika Ghosh) কে দেখবেন রক্তস্নান করতে! ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের পয়লা বৈশাখের পর্বে ‘দীপা’র জন্মদিন। অন্যদিকে প্রথমেই দেখানো হয়েছে এই দিনটি আবার দীপার শাশুড়ি ‘লাবণ্য সেনগুপ্ত’ নিজের প্রসাধনী ব্র্যান্ডের জন্মদিন হিসাবে পালন করেন।

সেই দিনই এমন ঘটনা যেন মেনে নিতে পারছেন না অনেকেই। এদিকে, বাস্তবে স্বস্তিকা ঘোষ এই চরিত্রটি নিয়ে নিজের অভিব্যক্তি জানিয়েছেন। স্বস্তিকা জানিয়েছেন, দীপার জীবনের মূল উদ্দেশ্য কখনোই নিজেকে সামনে আনা নয়, বরং পরিবারের ভালো থাকা নিশ্চিত করা। তিনি বললেন, “দীপা কখনও অন্যায় করেনি, কাউকে মারা তাঁর কোনো দিনও উদ্দেশ্য ছিলো না! সে কখনোই খুন করতে চায়নি, শাস্তি দিতে চেয়েছিল।”

এবার ‘অনুরাগের ছোঁয়া’তে দীপা আর তার পরিবারের বিরুদ্ধে নতুন শত্রু রুডির আগমন ঘটেছে। কুমারের চরিত্র, যা কিছুদিন আগেও খুবই গুরুত্বপূর্ণ ছিল, এখন আর সরাসরি উপস্থিত থাকলেও তার প্রভাব পুরোপুরি নিঃশেষ হয়নি। রুডি নতুন রকমের চ্যালেঞ্জ তৈরি করতে চলেছে এবং স্বস্তিকা ঘোষ এই পরিবর্তনের বিষয়ে উত্তেজনা প্রকাশ করেছেন। তিনি জানালেন, যদিও মিশকা এবং কুমার আগেই দীপার জীবনের শত্রু হিসেবে জায়গা পেয়ে গিয়েছিল, রুডি ঠিক কীভাবে নতুন পরিস্থিতি তৈরি করবে, তা সময়ই জানাবে।

এদিকে, স্বস্তিকা জানান, বাস্তবে স্বস্তিকা ও তার সহকর্মী অহনা দত্তর (মিশকা) সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। স্বস্তিকা অহনাকে অনুপ্রেরণা এবং অনন্য অভিনেত্রী হিসেবে মনে করেন। স্বস্তিকা জানান, “অহনা খুব শিগগিরই মা হতে চলেছেন এবং শুটিংও চালিয়ে গেছেন, এই নিয়ে আমার শ্রদ্ধার মাত্রা অনেকগুণ বেড়ে গেছে ওর প্রতি।” স্বস্তিকা আরো বলেন, “অহনা আমাদের অনুপ্রেরণা, ওর কাজের প্রতি নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়। আমরা খুব ভাল বন্ধু।”

প্রথমবার অভিনয় করে ‘অনুরাগের ছোঁয়া’-তে বড় সাফল্য পেয়েছেন স্বস্তিকা। তিনি জানান, এই কাজের সুযোগ পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করেন এবং নিজের কাজ নিয়ে কখনোই বেশি চিন্তা করেননি। এই ধারাবাহিকের মাধ্যমে তিনি দর্শকদের মধ্যে নিজের জায়গা তৈরি করেছেন খুব কম সময়ই এবং তিনি সব সময় ইতিবাচক মনোভাব নিয়ে এই কাজ করতে চান। স্বস্তিকা বলেন, “আমি কখনোই এভাবে নিজেকে পর্দায় দেখার কথা ভাবিনি।

আরও পড়ুনঃ নতুন বিতর্কে টলিপাড়া আবার‌ও উত্তাল! পরিচালিকার প্রতিবাদ সত্ত্বাতেই হল কাল? বন্ধ হলো শুটিং, ভাঙলো ২০ বছরের সম্পর্ক! নেপথ্যে ঠিক কী কারণ?

আমি শুধু আমার চরিত্রের প্রতি সৎ ছিলাম এবং সেটি দর্শকের কাছে পৌঁছেছে।” এদিকে, স্বস্তিকা ব্যক্তিগত জীবন নিয়ে কোনও কথা এখনই প্রকাশ্যে আনতে চান না, তবে প্রেমের বিষয়ে তিনি যথেষ্ট সতর্ক। তিনি বললেন, “যখন সময় আসবে, আমি সবাইকে জানাবো। তবে এখনই ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না, কারণ দিনকাল অনেক বদলে গেছে।” আবারও, তিনি জানালেন, পয়লা বৈশাখের উৎসবে বিশেষ কোনো পরিকল্পনা নেই, কারণ শুটিংয়ের চাপ থাকে, তবে মা তাকে কিছু না কিছু খাবার পাঠাবেন এই বিশেষ দিনে।