বর্তমানে ‘গাঁটছড়া’ ধারাবাহিকের গল্প যেদিকে এগোচ্ছে তাতে বহুসময় গুঞ্জন শোনা গিয়েছে, ধারাবাহিকটি ইতির খাতায় নাম লেখাতে চলেছে। পাশাপাশি যত গল্প এগোচ্ছে গল্পটিও আরও বেশি ইন্টারেস্টিং হয়ে উঠেছে। উল্লেখ্য, ধারাবাহিকে ঋদ্ধিমান সিংহ রায়-এর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় এবং খড়ি সিংহ রায়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শোলাঙ্কি রায়।
যদিও ‘গাঁটছড়া’ ভক্তদের জন্য দুঃসংবাদ, খড়ি বিদায় নিল সিংহ রায় পরিবার থেকে। সন্তান জন্ম দিতে গিয়েই খড়ির মৃত্যু হয়েছে। খড়ির হঠাৎ চলে যাওয়াকে মেনে নিতে পারেনি দর্শক। যদিও এর আগেও ধারাবাহিক খড়ির মৃত্যু এনেছিল। তারপর এক নতুন রূপে খড়িকে আবার ফিরিয়ে আনা হয়েছিল। তবে এবার আর সেটা নয়।
পাকাপোক্ত ভাবেই গাঁটছড়া থেকে বিদায় নিয়েছেন খড়ি অর্থাৎ শোলাঙ্কি রায়। তিনি নিজেই সে কথা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। এর আগেও শোলাঙ্কি আরও অনেক ধারাবাহিকে ছিলেন। প্রতিটি ধারাবাহিকের মাধ্যমেই তিনি দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। এই ধারাবাহিকও ঠিক তেমন। খড়ির জন্যই যেন এই ধারাবাহিক দেখতেন দর্শকরা।
তাই খড়ির মৃত্যু ধারাবাহিকের টিআরপি কমিয়ে দিতে পারে, এমনটা সন্দেহ রয়েছে। খড়ির মৃত্যু দিয়ে গাঁটছড়ার এন্ডিং হবে, এমন কথা শুনে দর্শকরা এক্রোপলিস প্রোডাক্শনের উপর বিশাল খেপে উঠেছে। তাদের বক্তব্য এই প্রোডাকশন ধারাবাহিকের ভালো প্রেজেন্টেশন বা মুমেন্টস দিলেও ভালো এন্ডিং দেয় না। একমাত্র ধারাবাহিক ‘বকুল কথা’র ক্ষেত্রে একটু আলাদা ছিল।
এ সংক্রান্ত নানান মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্তদের পোস্টের পর পোস্ট উপচে পড়েছে। সম্প্রতি আসা গাঁটছড়ার একটি প্রোমো থেকে জানা গিয়েছে, খড়ি চলে গেলেও ঋদ্ধি তার স্বপ্নপূরণ করেছে। তার নামে খোলা ‘খড়ি সিংহ রায় এডুকেশন ইনস্টিটিউশন’এর ১৫ বছর পূর্ণ হয়েছে। তার সমস্ত স্বপ্নকে সাথে নিয়েই বেঁচে রয়েছে ঋদ্ধিমান সিংহ রায়।