বাংলা টেলিভিশনের টিআরপি লিস্ট বেরোতেই দেখা গেল বড়সড় বদল। পুরনো ধারাবাহিক গুলোকে একের পর এক পিছনে ফেলে নতুন ধারাবাহিক গুলো উঠে আসছে সেরর তালিকায়। একটা সময় যে ধারাবাহিক গুলি টিআরপি তালিকাতে সপ্তাহের পর সপ্তাহ রাজ করতো সেই ধারাবাহিকগুলি এখন সেরার তালিকা থেকে অনেক দূরে।
আর বর্তমানে এমন একটি ধারাবাহিক হয়ে উঠেছে ‘মিঠাই’। ধীরে ধীরে মিঠাই টিআরপি পয়েন্ট কমে যাচ্ছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’ অনেকটা উপরে উঠে এসেছে। এই সপ্তাহে ইন্দিরা এবং বিকির বিয়ে দেখিয়ে প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।
প্রসঙ্গত কয়েক সপ্তাহ হয়েছে টিভির পর্দায় শুরু হয়েছে অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তিয়াসা লেপচা অভিনীত ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকটি। বাংলা মিডিয়াম এবং ইংরেজি মিডিয়ামের মধ্যে যে তর্ক-বিতর্ক চলে আমাদের বাস্তব জীবনে সেই নিয়ে গড়ে উঠেছে গল্প। বাংলা মিডিয়ামে পড়া ছেলেমেয়েরা যে ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েদের থেকে কোন অংশে কম নয় সেটা ফুটিয়ে তোলা লক্ষ্য এই ধারাবাহিকের।
শুরুর প্রথম থেকে ট্রোল বা কটাক্ষ, সমালোচনা কম হয়নি এই ধারাবাহিক নিয়ে। কখনো নায়িকার অদ্ভুত পোশাক আশাক বা স্কুলের ল্যাবে ডিটারজেন্ট দিয়ে আগুন নেভানোর চেষ্টা এসব কিছু নিয়েই হাসির খোরাক হয়েছে ধারাবাহিক। কিন্তু এই সপ্তাহে সে সবকিছুকে পিছনে ফেলে সেরার তালিকায় পঞ্চম স্থান অধিকার করে নিয়েছে ‘বাংলা মিডিয়াম’। তার প্রাপ্ত নম্বর ৭.২।
এছাড়া এই সপ্তাহে প্রথম স্থান অধিকার করেছে ‘অনুরাগের ছোঁয়া’। দ্বিতীয় স্থান অধিকার করেছে ‘জগদ্ধাত্রী’। তৃতীয় স্থানে রয়েছে ‘গৌরী এলো’ এবং চতুর্থ স্থানে জি বাংলার দুটি ধারাবাহিক ‘খেলনা বাড়ি’ এবং ‘নিম ফুলের মধু’। তারপরেই রয়েছে স্টার জলসার ‘বাংলা মিডিয়াম’।
( এই সপ্তাহের বাংলার সেরা ৫ )
১ম •• অনুরাগে ছোঁয়া ৯.৬
২য় •• জগদ্ধাত্রী ৮.৭
৩য় •• গৌরী এলো ৮.২
৪র্থ •• খেলনা বাড়ি / নিম ফুলের মধু ৭.৮
৫ম •• বাংলা মিডিয়াম ৭.২