টেলিভিশন জগতে যে কোনো ধারাবাহিকের দৈর্ঘ্য নির্ভর করে দর্শকদের মনোরঞ্জনের ওপর। এই বিষয়ে টিআরপি তালিকা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যতই ভালো গল্প নিয়ে কোনো ধারাবাহিক আসুক না কেন টিআরপি তালিকায় স্থান না পেলে বেশিদিন টিকতে পারেনা টিভির পর্দায়। আবারো এই ফেব্রুয়ারি মাসের শেষ হতে চলেছে আর এক ধারাবাহিকের পথচলা। এই খবর সামনে আসতে দর্শকদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ।
বর্তমানে টিআরপির চাপে অনেক জনপ্রিয় ধারাবাহিকই অকাল সমাপ্তির পথে। দর্শকদের ভালোবাসা পেলেও, কম টিআরপির কারণে চ্যানেল কর্তৃপক্ষ অনেক সময় সিরিয়াল বন্ধ করে দিতে বাধ্য হয়। ঠিক এমনই ঘটেছে এই ধারাবাহিকের ক্ষেত্রেও। শুরুতে দারুণ জনপ্রিয়তা পেলেও, সময়ের সঙ্গে সঙ্গে টিআরপি কমে যাওয়ায় প্রযোজনা সংস্থা ও চ্যানেল কর্তৃপক্ষ সিরিয়ালটি শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। ভক্তরা এই সিদ্ধান্তে হতাশ, কারণ তাদের প্রিয় চরিত্রগুলোর গল্প অসম্পূর্ণ থেকে যাচ্ছে। যদিও নির্মাতারা নতুন গল্প নিয়ে ফিরতে আশ্বস্ত করেছেন, তবুও এই আকস্মিক সমাপ্তি দর্শকদের মনে কষ্টের ছাপ রেখে যাচ্ছে।
জনপ্রিয় ধারাবাহিক ‘বসু পরিবার’ শেষ হতে চলেছে খুব শীঘ্রই। গত ১১ই ফেব্রুয়ারি ধারাবাহিকটির শেষ দিনের শুটিং সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে ধারাবাহিকের নায়িকা নীলা চরিত্রে অভিনয় করা সম্পূর্ণা মণ্ডল সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি শেয়ার করে লেখেন, “নীলার গল্প ফুরোলো, আমার মন কৃতজ্ঞতায় পরিপূর্ণ। আজ বসু পরিবারের শেষ দিন। পর্দায় অভিনয়, পর্দার পেছনে হাসি-মজা—এইরকম একটি টিম পেয়ে আমি খুব কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ।” সান বাংলার পর্দায় সম্প্রচার হতো এই ধারাবাহিক।
আরও পড়ুনঃ দারুণ সুখবর! জুটিতে এবার দুই গুণী অভিনেতা- অভিনেত্রী, একসঙ্গে ফিরছেন দেবশঙ্কর-বাসবদত্তা
‘বসু পরিবার’ ধারাবাহিকটি ৫ আগস্ট ২০২৪ সালে সান বাংলায় সম্প্রচার শুরু হয়। গল্পটি অবসরপ্রাপ্ত শিক্ষক অঞ্জন বসু এবং তার পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হয়। অঞ্জনবাবু তার স্ত্রী মীনাক্ষী দেবী, তিন ছেলে এবং দুই মেয়েকে নিয়ে সংসার করেন। ছেলে-মেয়েরা সবাই সুপ্রতিষ্ঠিত, শুধুমাত্র কনিষ্ঠ পুত্র দীপ্তেশ বাদে। একটি পারিবারিক দুর্ঘটনার পর, সুপ্রতিষ্ঠিত সন্তানেরা বাবা-মায়ের পাশে দাঁড়াতে অস্বীকার করে। এই পরিস্থিতিতে দীপ্তেশ এবং নীলা পরিবারের ভাঙন ঠেকাতে একসঙ্গে কাজ করে। ধারাবাহিকটির শুরুতে নীলা চরিত্রে অভিনয় করেন শ্রীমা ভট্টাচার্য। তবে শুটিংয়ের সময় গুরুতর আহত হওয়ার কারণে তিনি ধারাবাহিক থেকে সরে দাঁড়ান। তার পরিবর্তে সম্পূর্ণা মণ্ডল নীলা চরিত্রে অভিনয় শুরু করেন।
‘বসু পরিবার’ ধারাবাহিকটি ১০০ পর্ব পূর্ণ করে। এই উপলক্ষে শুটিং ফাঁকে তারকা থেকে কলাকুশলীরা কেক কেটে উদযাপন করেন। ‘বসু পরিবার’ শেষ হওয়ার পর সান বাংলায় নতুন ধারাবাহিক ‘পুতুল টিটিপি’ সম্প্রচারিত হবে। নতুন এই ধারাবাহিকটি ২৪ ফেব্রুয়ারি ২০২৫ থেকে সম্প্রচার শুরু হবে। ‘বসু পরিবার’ তার পারিবারিক গল্প এবং চরিত্রগুলোর মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। ধারাবাহিকটির সমাপ্তি দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তবে নতুন ধারাবাহিক ‘পুতুল টিটিপি’ দর্শকদের নতুন গল্পের স্বাদ দেবে বলে আশা করা হচ্ছে।