টিআরপিতে জি বাংলাকে কোনঠাসা করে ফেলল স্টার জলসা! একাধিক ধারাবাহিক জায়গা পেল প্রথম পাঁচে, কামাল করল মিঠিঝোরা

চলে এসেছে চলতি সপ্তাহের টিআরপি তালিকা (TRP List) । বৃহস্পতিবার মানেই বাংলা ধারাবাহিকগুলির ভাগ্য পরীক্ষা করার দিন। আজকের দিনেই প্রকাশিত হয় হাতে গরম টাটকা টিআরপি।বাংলা ধারাবাহিকের অগুণিত দর্শক অপেক্ষা করে থাকেন এই টিআরপি তালিকার জন্য। আসলে প্রত্যেক দর্শক নিজেদের প্রিয় ধারাবাহিককে টিআরপি তালিকায় একটি ভালো স্থানে দেখতে চান। ‌ আর সেই কারণেই টিআরপি তালিকার দিকে নজর থাকে সবার।

প্রত্যেক সপ্তাহে দারুণ রকমের হেরাফেরি না হলেও কিছু কিছু সপ্তাহ এমন থাকে যে সপ্তাহের টিআরপি তালিকা দেখলে চক্ষু বিস্ফারিত হয়। আর চলতি সপ্তাহে টিআরপি তালিকা সেই রকমই। বিরাট বিরাট সব পরিবর্তন হয়েছে আজকের টিআরপি তালিকায়।‌ এমন অনেক ধারাবাহিক জায়গা করে নিয়েছে যেগুলি দর্শকদের ভাবনার বাইরে ছিল।

প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে ধারাবাহিকের কলাকুশলী থেকে অভিনেতা অভিনেত্রীরা প্রায় সবাই জানেন বাংলা ধারাবাহিকের দুনিয়ায় টিআরপি তালিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। আসলে টিআরপি তালিকায় ভালো স্থানে থাকা মানেই ধারাবাহিকের ভবিষ্যৎ সুরক্ষিত। কিন্তু টিআরপি নিম্নমুখী হলেই বিদায়ের আশঙ্কা। ইতিমধ্যেই জি বাংলায় বেশ কয়েকটি ধারাবাহিক বন্ধের খবর সামনে এসেছে।

টিআরপি বিবেচিত হয় টেলিভিশনের দর্শকদের দেখার বিচারে। আর তাই টেলিভিশনের পর্দায় দর্শকরা কোন ধারাবাহিক কতটা দেখছেন সেটা ভীষণই গুরুত্বপূর্ণ।‌ এমনকী চ্যানেলের জন্যও খুবই গুরুত্বপূর্ণ এই টিআরপি তালিকা। যেমন বিগত বেশ কয়েক মাস যাবত টিআরপি তালিকার প্রথম পাঁচে জি বাংলা কার্যত হারাচ্ছিল স্টার জলসাকে। কিন্তু হঠাৎ করেই পালা বদলালো। টিআরপি তালিকা প্রথম পাঁচে জি বাংলাকে এখন কড়া টক্কর দিচ্ছে স্টার জলসা। চলতি সপ্তাহে টিআরপি টপার কথা। দ্বিতীয় স্থানে ফুলকির সঙ্গে জায়গা করে নিয়েছে গীতা, উড়ান।‌ নিম ফুলের মধুর সঙ্গে একসঙ্গে তৃতীয় স্থানে রোশনাই। ‌ প্রথমবারের মতো পঞ্চম স্থানে উঠে এসেছে মিঠিঝোরা।

চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা

BT •• কথা 7.3
2nd •• ফুলকি, গীতা, উড়ান 7.1
3rd •• নিম ফুলের মধু, রোশনাই 6.4
4th •• কোন গোপনে, শুভ বিবাহ 6.1
5th •• মিঠিঝোরা 5.5