টিআরপিতে সেয়ানে সেয়ানে জি বাংলা, জলসার! কঠিন লড়াইয়ে প্রথম স্থান অর্জন করল কে?

বাংলা টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল টিআরপি (TRP)। আর হবে নাই বা কেন? এখন এই টিআরপি তালিকার ভিত্তিতেই বাংলা ধারাবাহিকের গুণমান নির্বাচন করা হয়। যে ধারাবাহিকের টিআরপি নম্বর যত বেশি সেই ধারাবাহিক দর্শকদের কাছে ততটাই গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়। আসলে এখন অভিনেতা, অভিনেত্রী, গল্প সবার থেকে উপরে টিআরপি।

আর প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশিত হয় বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা। আর এই সপ্তাহ‌ও তার ব্যতিক্রম নয়। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কোন ধারাবাহিক দর্শকের কাছে কতটা জনপ্রিয় হয়ে উঠছে সেটার‌ই তুল্য মূল্য বিচার করা হয় এই টিআরপি তালিকার মধ্যে দিয়ে।

এই মুহূর্তে চলা বহু ধারাবাহিকের মধ্যে কিছু কিছু ধারাবাহিক দর্শকদের ভীষণ কাছের হয়ে ওঠে। আর যথারীতি সেই সমস্ত ধারাবাহিক‌ই টিআরপি তালিকায় দর্শকদের মন জয় করতে সফল হয়। আর সেই রকমই দর্শক প্রিয় দুটি ধারাবাহিক হল জি বাংলার ফুলকি ও জলসার কথা। এই দুই ধারাবাহিকের মধ্যে এখন হাড্ডাহাড্ডি লড়াই চলছে।‌

কখনও কথা এগিয়ে যায় তো কখন‌ও ফুলকি। আবার কখন‌ও দুজনেই যুগ্মভাবে সেরার স্থান ছিনিয়ে নেয়‌। তবে চলতি সপ্তাহে ফুলকির সামনে পর্যদুস্ত হল কথা। সেরার স্থান ছিনিয়ে নিল ফুলকি। দ্বিতীয় স্থানে গীতার সঙ্গে যুগ্মভাবে কথা। তৃতীয় ও চতুর্থ স্থানে জি বাংলার দুটি ধারাবাহিক থাকলেও পঞ্চম স্থানে একসঙ্গে জলসার তিনটি ধারাবাহিক। অর্থাৎ প্রথম পাঁচে জলসার পাঁচটি ধারাবাহিক এবং জি বাংলার তিনটি ধারাবাহিক স্থান পেয়েছে।

চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা

BT •• ফুলকি 7.2
2nd •• গীতা LLB, কথা 6.5
3rd •• নিম ফুলের মধু 6.4
4th •• জগদ্ধাত্রী 6.2
5th •• উড়ান, রোশনাই, শুভ বিবাহ 5.8

Back to top button