যথারীতি চলতি সপ্তাহের টিআরপি তালিকা এসে হাজির। আজ বৃহস্পতিবার আর আজকের দিনেই প্রকাশিত হয় বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকা (TRP List)। টিআরপি তালিকা অর্থাৎ টেলিভিশন রেটিং পয়েন্ট। কোন ধারাবাহিক দর্শকের মনের মধ্যে কতটা জনপ্রিয়তা পেয়েছে তারই বিচার করা হয় এই টিআরপি তালিকার মধ্যে দিয়ে।
বাঙালি দর্শকদের বিনোদনের অন্যতম বড় মাধ্যম এই টিআরপি তালিকা। আসলে বাংলা ধারাবাহিক বাঙালির বিনোদনের সবথেকে বড় মাধ্যম। বাঙালির সন্ধ্যেগুলোকে রাঙিয়ে দিয়ে যায় এই সমস্ত বাংলা ধারাবাহিকগুলি। আর এরই মধ্যে কিছু কিছু ধারাবাহিক দর্শকদের ভীষণ কাছের হয়ে ওঠে। আর যথারীতি সেই সমস্ত ধারাবাহিকই টিআরপি তালিকায় দর্শকদের মন জয় করতে সফল হয়।
যে ধারাবাহিক যত বেশি টিআরপি নিয়ে আসবে, বা দর্শকদের মনের মধ্যে যে ধারাবাহিকের গ্রহণযোগ্যতা সবথেকে বেশি হবে অবশ্যম্ভাবী সেই সমস্ত ধারাবাহিকই টিআরপি তালিকায় বেশি দিন রাজত্ব করবে। আর তাই প্রত্যেক ধারাবাহিক এবং চ্যানেলের মধ্যে সব সময় চলতে থাকে নিত্য লড়াই। ভালো নম্বর নিয়ে আসার। কারণ যত ভালো নম্বর পর্দায় তত বেশিদিন টিকে থাকার সুবিধা।
আর সেই কারণবশত এই বিশেষ দিনের দিকে নজর থাকে বাংলা ধারাবাহিকের কলাকুশলী থেকে শুরু করে চ্যানেল কর্তৃপক্ষের। অন্যান্য সপ্তাহের মতো এই সপ্তাহেও চলে এসেছে এই সপ্তাহের টিআরপি তালিকা (TRP List)। লক্ষ্মীবারেই প্রকাশিত হয়েছে বাংলা ধারাবাহিকের টিআরপি। আর টিআরপির এই লড়াইয়ে কখনও এগিয়ে যায় জি বাংলা কখনও বা স্টার জলসা।
এই যেমন লাগাতার জি বাংলার কাছে হার ছিল স্টার জলসা। কিন্তু তারপর দারুণ ভাবে কাম ব্যাক করে জি বাংলা। কিন্তু চলতি সপ্তাহে আবারও জি বাংলাকে হারিয়ে জিতে গেল স্টার জলসা। এই সপ্তাহে টিআরপি টপার কথা। দ্বিতীয় স্থান দখলে রেখেছে গীতা। তৃতীয় স্থানে ফুলকি। চতুর্থ স্থানে একসঙ্গে রয়েছে তিনটি ধারাবাহিক। পঞ্চম স্থানে যুগ্মভাবে দুটি ধারাবাহিক।
চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা
1st •• কথা 7.5
2nd •• গীতা LLB 7.4
3rd •• ফুলকি 7.2
4th •• নিম ফুলের মধু, উড়ান, জগদ্ধাত্রী 6.6
5th •• কোন গোপনে, শুভ বিবাহ 6.4