টিআরপিতে ফের কামাল জলসার! অনেকটাই নিচে নেমে গেছে, জগদ্ধাত্রী, ফুলকি! কোনঠাসা নিম ফুল, কামাল করল কারা?

বর্তমানে প্রায় প্রত্যেক বাংলা ধারাবাহিক প্রেমী টিআরপি (TRP) নামক শব্দটির সঙ্গে ভীষণ রকম ভাবে পরিচিত। আসলে বর্তমান বাংলা ধারাবাহিকের দুনিয়ায় গল্প, চরিত্র, অভিনয়, অভিনেতা, অভিনেত্রী কোন‌ও কিছুই আর তেমনভাবে গুরুত্ব পায় না। যে বিষয়টা সব থেকে বেশি গুরুত্ব পায় সেটা হলো টিআরপি তালিকায় কোন চ্যানেলের কোন ধারাবাহিক বেশি নম্বর করতে পারলো।

আসলে এখন বাংলা ধারাবাহিকের মানদন্ডই হচ্ছে টিআরপি। বলাই বাহুল্য, এই তালিকায় ভালো নম্বর পাওয়া মানে হচ্ছে টিআরপি তালিকায় টিকে যাওয়া। নয়ত অনিবার্য হয়ে পড়ে বিদায়। আর তাই প্রত্যেকটি চ্যানেলের প্রত্যেকটি ধারাবাহিকের মধ্যে নিরন্তর শ্রেষ্ঠত্বের লড়াই চলতে থাকে।

উল্লেখ্য, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এই সাপ্তাহিক টিআরপি তালিকা প্রকাশিত হয়। কোন কোন ধারাবাহিক দর্শকদের মন কাড়ছে, প্রথম দশ ধারাবাহিকের মধ্যে কত পয়েন্টের পার্থক্য রয়েছে সবকিছুর পুঙ্খানুপুঙ্খ বিচার হয়। কখন‌ও বা স্টার জলসা কখন‌ও বা জি বাংলার ধারাবাহিক শীর্ষস্থান দখল করে নেয়।

যদিও চলতি সপ্তাহে জি বাংলাকে দশ গোল দিল স্টার জলসা। এই সপ্তাহে টিআরপি তালিকায় রীতিমতো কামাল করে দিয়েছে স্টার জলসার একাধিক ধারাবাহিক। শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছে কথা। গীতা, উড়ান, রাঙামতি একাধিক ধারাবাহিক জায়গা করে নিয়েছে প্রথম পাঁচে। চলতি সপ্তাহে বেশ অনেকটাই নিচে নেমে গেছে জগদ্ধাত্রী, ফুলকি। ওপেনিংয়ে দারুণ ফল করল মিত্তির বাড়িও। অনেকটাই নিচে নেমে গেছে নিম ফুলের মধু।

চলুন দেখে নেওয়া যাক চলতি সপ্তাহের টিআরপি তালিকা

1st •• কথা 7.2
2nd •• কোন গোপনে 7.1
3rd •• গীতা LLB, পরিণীতা 7.0
4th •• ফুলকি, উড়ান, জগদ্ধাত্রী 6.9
5th •• রাঙামতি 6.6

You cannot copy content of this page