বাংলা টেলিভিশনের (Bengali Television) পর্দায় মাঝেসাঝে এমন কিছু কিছু ধারাবাহিক আসে যেগুলি দর্শকদের বেশ ভালো রকম ভাবেই মন ছুঁয়ে যায়। টেলিভিশনের দুনিয়ায় সেগুলি উদাহরণ হয়ে থেকে যায়। এই যেমন স্টার জলসার (Star Jalsha) পর্দায় সাম্প্রতিক সময়ে সম্প্রচারিত হওয়া ধারাবাহিক কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (Komola O Sriman Prithwiraj)। এই মুহূর্তে এই ধারাবাহিকটির ভক্তসংখ্যা কিন্তু বিপুল।
উল্লেখ্য, পরকীয়া, এক পুরুষের চারবার বিয়ে, দশখানা প্রেমিকা না দেখিয়েও যে ধারাবাহিক হিট করা যায় তার প্রকৃষ্ট উদাহরণ হল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ। সম্পূর্ণভাবে বিনোদন দেওয়া কাকে বলে তা শেখার মতো এই ধারাবাহিকটি থেকে। দুই শিশু অভিনেতা অভিনেত্রীর অভিনয়ে মুগ্ধ করেছে বাঙালি দর্শকদের। এই দুজনের অভিনয়ে বিভোর বাঙালি সমাজ। এই ধারাবাহিকে মূল নায়ক-নায়িকা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অয়ন্যা চ্যাটার্জী ও অভিনেতা সুকৃত সাহা। যদিও এই দুইজন ছাড়াও বাদবাকি সমস্ত খুদে অভিনেতা-অভিনেত্রীরাই দাপটের সঙ্গে অভিনয় করে চলেছেন এই ধারাবাহিকে।
এই ধারাবাহিকে ফুটে উঠেছে ব্রিটিশ শাসনের ভারতবর্ষে তৎকালীন বাংলার অবস্থান। উঠে এসেছে বাল্য বিবাহ, বহু বিবাহ থেকে শুরু করে সেই সময় সমাজে নারীদের অবস্থা, আর্থসামাজিক ব্যবস্থা। সেইসঙ্গে রয়েছে পারিবারিক গল্প আবার নির্ভেজাল কৌতুক রস।
এই ধারাবাহিকের মূল নায়ক-নায়িকা মানিক এবং কমলা। এই ধারাবাহিকে দেখানো হচ্ছে দুই খুদের ভালোবাসার গল্প, একইসঙ্গে দুজনে দুজনের পাশে থেকে ছোট থেকে বড় হয়ে ওঠার গল্প, কাঁধে কাঁধ মিলিয়ে কুসংস্কার, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার গল্প। বর্তমানে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে এসেছে ভোঁদার বিয়ের ট্র্যাক, যদিও সেখানে বাঁধে গোল। মানিকের পিসেমশাই বিয়ের মন্ডপে পাত্রের সমপরিমাণ সোনা দাবি করেন পাত্রীপক্ষের কাছে। এই সময় পাত্রীপক্ষ পৃথ্বীরাজকে বর আসনে বসতে বাধ্য করে। যদিও পরবর্তীতে ভোঁদার সঙ্গেই বিয়ে হয় ওই মেয়ের।
যদিও সেই মেয়ের কিন্তু বয়স কম হলেও পাকা পাকা কথায় বড়দেরও হার মানাবে। কমলা তাকে নিজের সই মনে করলেও, তার স্পষ্ট কথা তার বাপের বাড়িতে অনেক সই আছে আর তাই সে শ্বশুরবাড়িতে এসে নতুন সই পাতাতে চায় না। নতুন বিয়ে হাওয়া পাত্রীর মুখে এমন চ্যাটাং চ্যাটাং কথা শুনে চক্ষু চরক গাছ সবার! কেমন হবে কমলার সঙ্গে তার ছোট জায়ের সম্পর্ক?






“আগে মা-বাবারা গল্প পড়ে শোনাতেন, এখন বাচ্চারা বিরক্ত করলেই মোবাইল ধরিয়ে দেয়!” “বাচ্চারা চুপ করলেও জ্ঞানের বিকাশ কি হয়?”— বর্তমান প্রজন্মের অভিভাবকদের সংবেদনশীলতা নিয়ে খোঁচা শ্রীকান্ত আচার্যের! প্রজন্মের বদলে যাওয়া শিক্ষার ধরণেও কি খেদ পড়ছে?