বাল্য বিবাহ দেখানো হচ্ছে অথচ সোশ্যাল মিডিয়ায় নেই প্রতিবাদ! কমলা-মানিকের মিষ্টি প্রেমের উপাখ্যানের বাইরে বেরিয়ে আসল জগৎ চেনাচ্ছে ভোঁদার বিয়ে

পরকীয়া, কূটকচালি, মহিলা জাতির ওপর অত্যাচার, এক পুরুষের দশবার, সাতশো রকমের ভিন্ন ভিন্ন প্রেমিকার গল্প তো অনেক দেখলেন। এমন কিছু দেখুন যা আপনাদের সম্পূর্ণভাবে বিনোদন দেবে। আর সেই সম্পূর্ণভাবে বিনোদন দেওয়ার কাজটাই এই মুহূর্তে করে চলেছে স্টার জলসার পর্দায় জনপ্রিয় ধারাবাহিক কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ।

উল্লেখ্য, এই ধারাবাহিকে দুই শিশু অভিনেতা অভিনেত্রীর অভিনয়ে মুগ্ধ করেছে বাঙালি দর্শকদের। এই দুজনের অভিনয়ে বিভোর বাঙালি।‌ এই ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অয়ন্যা চ্যাটার্জী ও অভিনেতা সুকৃত সাহা।

এই ধারাবাহিকে দেখানো গল্প কিন্তু কাল্পনিক নয়। ব্রিটিশ শাসনের ভারতবর্ষে বাংলার অবস্থান, বাল্য বিবাহ, বহু বিবাহ, সেই সময়কার সমাজে নারীদের অবস্থা, তখনকার আর্থসামাজিক ব্যবস্থা, সামাজিক সমাজ ব্যবস্থা সবকিছুই প্রস্ফুটিত হচ্ছে এই ধারাবাহিকের মধ্যে দিয়ে।

একই সঙ্গে রয়েছে নির্ভেজাল কৌতুক রস‌ ও পারিবারিক গল্প। অর্থাৎ বিনোদনের অভাব নেই। আর তাই ক্ষোভ নেই দর্শকদের মধ্যেও।এই ধারাবাহিকে দেখানো হচ্ছে দুই খুদের ভালোবাসার গল্প , একসঙ্গে দুজনে দুজনের পাশে থেকে ছোট থেকে বড় হয়ে ওঠার গল্প, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কুসংস্কার, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার গল্প।

আর সেই কারণেই এই ধারাবাহিকে বাল্যবিবাহের মতো ঘটনা দেখানো হলেও প্রতিবাদ নেই সোশ্যাল মাধ্যমে। কারণ সেই সময়কার সামাজিক ব্যবস্থা যে এমনটাই ছিল। এই ধারাবাহিকে এখন এসেছে ভোঁদার বিয়ের ট্র্যাক, যদিও সেখানে বেঁধেছে ঝামেলা। মানিকের পিসেমশাই বিয়ের মন্ডপে পাত্রের সমপরিমাণ সোনা দাবি করেন পাত্রীপক্ষের কাছে। আর তা দিতে না পারায় ভোঁদাকে বিয়ের মন্ডপ থেকে উঠিয়ে নিয়ে হনহনিয়ে হাঁটা দেন তিনি। ‌এই সময় পাত্রীপক্ষ পৃথ্বীরাজকে বর আসনে বসতে বাধ্য করে। যদিও মানিক জানিয়ে দেন মাই কুইন অরেঞ্জ ছাড়া তাঁর জীবনে আর কেউ আসবে না। তবে কী সতীন কাঁটা হয়েছে কমলার জীবনে?

বাংলা টেলিভিশনের পর্দায় এই ধরনের গল্প দেখানো হলেও প্রতিবাদে সোচ্চার হয়নি সোশ্যাল মাধ্যম। আর তার কারণ হিসেবে উঠে আসছে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকে বাস্তবধর্মী প্রেক্ষাপট। একই সঙ্গে নায়ক-নায়িকার অবিচার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ।

উল্লেখ্য, সম্প্রতি কমলা ও শ্রীমান পৃথ্বীরাজকে হারানোর জন্য জি বাংলা নিয়ে এসেছে নতুন একটি ধারাবাহিক। কার কাছে কই মনের কথা। ৩রা জুলাই সন্ধ্যা সাড়ে ছটা থেকে এই ধারাবাহিকটি শুরু হয়েছে। বলা যায় কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের প্রতিপক্ষ হিসেবে সোহাগ জলকে সরিয়ে দিয়ে নিয়ে আসা হয়েছে এই ধারাবাহিকটি। এবার দেখার টিআরপির লড়াইয়ে জেতে কে!

You cannot copy content of this page