সঞ্চিতার জ্ঞান ফিরতেই পর্দা ফাঁস চিত্রার! ষড়যন্ত্রের মুখোশ খুলবে এবার?

স্টার জলসার (Star Jalsha) অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কথা (Kothha)। একাধিক ধারাবাহিকের সঙ্গে পাল্লা দিয়ে জমিয়ে টক্কর দিচ্ছে এই ধারাবাহিক। প্রথম থেকেই টিআরপি তালিকায় এবং দর্শকদের মন দুটো জায়গাতেই জয়জয়কার করে আসছে এই ধারাবাহিক। দারুন সাড়া ফেলেছে দর্শক মহলে। সব মিলিয়ে জলসার এই মেগা টেলিভিশনে ও দর্শকদের মনে সমানভাবে রাজত্ব করেছে।

অন্য সব ধারাবাহিককে পিছনে ফেলে টিআরপি তালিকাতেও জাদু দেখাচ্ছে স্টার জলসার ধারাবাহিক কথা। কথা আর এভির রসায়নে কুপোকাত হয়ে যাচ্ছেন দর্শকরা। নিত্য নতুন টুইস্ট এনে দর্শকদের চমকে দিয়েছে এই মেগা। গল্পের মোড়কে দুর্দান্ত সব পর্ব উপহার দিচ্ছে ‘কথা’। প্রধান চরিত্রে সুস্মিতা ও সাহেবের অনস্ক্রিন রসায়ন এবং চমৎকার অভিনয় মন কাড়ছে দর্শকদের। সুস্মিতার সঙ্গে সাহেবকে জুটি হিসেবে বেশ পছন্দ হচ্ছে দর্শকদের।

Kothha new promo

এই দুই তারকার অনস্ক্রিন রোম্যান্স নাকি ছড়িয়ে গিয়েছে অফস্ক্রিনেও। এমনকী, অনেক অনুরাগী-দর্শকেরই দাবি দুজনে প্রেম করছেন। এমনকী, সাহেব ও সুস্মিতা এই প্রেমের গুঞ্জন হাওয়ায় উড়িয়ে দিলেও, মানতে নারাজ তাঁরা। কথা ধারাবাহিক বর্তমানে টিআরপিতে বেশ ভালোই ফল করছে। এবার দর্শকদের আগ্রহ বাড়াতে বেশ বড়সড় চমক নিয়ে আসতে চলেছে এই ধারাবাহিকের নির্মাতারা। আর সেটারই ঝলক এদিন প্রকাশ্যে আনা হল।

সম্প্রতি সামনে এসেছে এই ধারাবাহিক নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে দেশের বাড়ি গুড়ালে পৌষ পার্বণ কাটাতে এসেছে কথা পরিবার। আসলে অগ্নির মায়ের স্মৃতি ফেরানোর জন্যই এই পদক্ষেপ, কারণ কথার দৃঢ় বিশ্বাস দেশের বাড়ির আনাচে কানাচে রয়েছে চেনা গন্ধ যা থেকেই সঞ্চিতার সব মনে পড়তে পারে। সম্প্রতি কথা ধারাবাহিকে চলছে একের পর এক দারুন চমক। পূর্বের এপিসোড দেখা গিয়েছিলো চিত্রা ছাদের ভাঙা চাঙ্গরকে নাড়া দেয় যা সঞ্চিতার মাথায় ধসে পড়ে। এরপর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় সঞ্চিতা। ওদিকে চিত্রা আশঙ্কা করতে থাকে জ্ঞান ফিরে যদি সঞ্চিতার সব মনে পড়ে যায় তাহলে সে ধরা পড়ে যাবে।

আরও পড়ুনঃ সাইড ক্যারেক্টারের থেকেও অযোগ্য স্বয়ম্ভুর চরিত্র! নায়কের কোন‌ও কাজই নেই, সবাইকে বাঁচাচ্ছে কৌশিকী, মেনন! ক্রুদ্ধ ভক্তরা

সঞ্চিতার অজ্ঞান হয়ে পড়ার পর অভি এবং কথা দুশ্চিন্তা করতে থাকে যে তাঁদের মায়ের কিছু হয়ে না যায়, এরপর সঞ্চিতাকে ডাক্তার দেখানো হলে তিনি বলেন মাথায় গুরুত্বর আঘাত পেয়েছে সে। যা শুনে কথা এবং অভি খুব ভয় পেয়ে যায়। অনেকক্ষণ সঞ্চিতার জ্ঞান না ফেরায় পিসিয়া কথা এবং অভিকে নিচে গিয়ে পুজো শুরু করতে বলে। পিসিয়া বলেন যে তিনি সঞ্চিতার পাশ থেকে এক মুহূর্তের জন্যেও সরবেন না। এরপর কথা এবং অভি নিচে গিয়ে ঠাকুরের পুজো এবং গান গাইতে শুরু করে। এরপরই দেখা যাচ্ছে সঞ্চিতার ধীরে ধীরে জ্ঞান ফিরে এলো, এবং সে পিসিয়াকে নিজের নামেই চিনতে পেরেছে। যা থেকে বোঝা যাচ্ছে সঞ্চিতা নিজের সব স্মৃতি ফিরে পেয়েছে। এই প্রোমো সামনে আসতে উচ্ছ্বাসিত দর্শকরা। তবে এক্ষেত্রে এবার চিত্রার পর্দা ফাঁস হতে চলেছে, যদিও তা সময় বলবে।

You cannot copy content of this page